ম্যালে: এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে ফিরছে বাগান। মলদ্বীপে সাউথ জোনের প্লে-অফের অ্যাওয়ে ম্যাচে ক্লাব ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ ড্র করল সবুজ মেরুন ব্রিগেড। অথচ, ম্যাচ থেকে এদিন পুরো তিন পয়েন্টই তুলতে পারত বাগান। সনি-জেজে ছিলেন না। বিশ্রাম দেওয়া হয়েছে প্রথম একাদশের অনেককেই। কিন্তু, থামানো যায়নি ডাফিকে। ম্যাচের পাঁচ মিনিটের মাথাতেই ডাফি-ম্যাজিক। ভ্যালেন্সিয়ার ডিফেন্স চিরে ঢোকেন প্রবীর দাস। তাঁর পাস থেকেই ডাফির গোল। বলবন্ত, কাটসুমিরা সুযোগ কাজে লাগাতে পারলে ব্যবধানটা আরও বাড়ত। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে সমতা ফেরায় ক্লাব ভ্যালেন্সিয়া। এক পয়েন্টের পাশাপাশি মূল্যবান একটি অ্যাওয়ে গোল করেও ঘরে ফিরছে বাগান। ২৮ তারিখ রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে হোম ম্যাচ। সেখানে জয়ের লক্ষ্যেই ঝাঁপাবে সঞ্জয় সেন ব্রিগেড।
এএফসি কাপ: ক্লাব ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ ড্র মোহনবাগানের
Web Desk, ABP Ananda
Updated at:
21 Feb 2017 09:11 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -