ভুবনেশ্বর: আই লিগের ব্যর্থতা ভুলে এখন নতুন যুদ্ধের প্রস্তুতি। সোমবার শিবাজিয়ান্সের বিরুদ্ধে ফেডারেশন কাপ অভিযান শুরু করছে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান। খেতাব ধরে রাখার লড়াই। তারই প্রস্তুতি চলল ভুবনেশ্বরের কাছে ড্রিমস কলেজ গ্রাউন্ডে। অনুশীলনের সময় আগাগোড়া গোটা দলকে উদ্বুদ্ধ করে গেলেন বাগানের হেডস্যার সঞ্জয় সেন।
আইলিগের শেষ ম্যাচে লালকার্ড দেখায় এই ম্যাচে নেই গোলকিপার দেবজিত্ মজুমদার। তাঁর জায়গায় গোলপোস্ট সামলানোর দায়িত্বে থাকবেন শিবিনরাজ। বলবন্ত, ডাফিকে সামনে রেখেই সম্ভবত আক্রমণ সাজাতে চলেছেন বাগান কোচ। পিছনে থাকবেন সনি নর্দে, কাটসুমিরা। শিবাজিয়ান্স ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবতে চাইছে না সবুজ মেরুন শিবির।
কাল ফেড কাপের প্রথম ম্যাচ, বাগানে যুদ্ধের প্রস্তুতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 May 2017 07:09 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -