কাস্টমসকে হারিয়ে সিকিম গভর্নর্স গোল্ড কাপ চ্যাম্পিয়ন মোহনবাগান
Web Desk, ABP Ananda | 15 Oct 2017 07:35 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
গ্যাংটক: গত মরসুমে ট্রফিহীন থাকার পর চলতি মরসুমে প্রথম ট্রফি পেল মোহনবাগান। আজ ৩৭-তম সিকিম গভর্নর্স গোল্ড কাপ ফাইনালে কলকাতার কাস্টমসকে ১-০ গোলে হারিয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচের একমাত্র গোল করেছেন বাগানের বিদেশি স্ট্রাইকার ক্রোমা। কলকাতা লিগেও বেশ ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন এই স্ট্রাইকার। আজ দলকে ট্রফিও জেতালেন তিনি। এই নিয়ে ১০ বার সিকিম গভর্নর্স গোল্ড কাপ জিতল মোহনবাগান। এই ম্যাচের শুরু থেকেই মোহনবাগানের দাপট ছিল। ৬ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ক্রোমা। এরপর একের পর এক সুযোগ নষ্ট হয়। না হলে মোহনবাগানের জয়ের ব্যবধান বাড়ত। আজ মাঠে হাজির ছিলেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং। তিনিই ক্রোমাদের হাতে ট্রফি তুলে দেন।