গুয়াহাটি: ফের ভারতসেরা মোহনবাগান৷ ৮ বছরের খরা কাটিয়ে ঘরে তুলল ফেডারেশন কাপ৷।বাগানের ১৪-তম ফেড কাপ খেতাব৷ ৫-০ গোলে উড়ে গেল আইজল এফসি৷ জোড়া গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার জেজে৷


আট বছরের অপেক্ষার অবসান৷ খরা কাটিয়ে ফেড কাপ জয়৷ ফের ভারতসেরা মোহনবাগান৷ গুয়াহাটির ইন্দিরা গাঁধী স্টেডিয়ামে সবুজ মেরুন ঝড়ে উড়ে গেল আইজল এফসি৷

৫-০ শূন্য গোলে জহর অ্যান্ড কোম্পানিকে গুঁড়িয়ে দিল সঞ্জয় সেন ব্রিগেড৷ এই নিয়ে ১৪ বার ফেডারেশন কাপ উঠল মোহনবাগানের হাতে৷

অথচ, দিনের শুরুটা মোটেই এ-রকম ছিল না৷ প্রথমার্ধে বারবার আইজল বক্সে আটকে যাচ্ছিলেন নর্ডি, জেজে, গ্লেনরা৷ কিছুতেই ছন্দ খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ ছন্দ ফিরল, দ্বিতীয়ার্ধে, ঝড় হয়ে৷ সাইক্লোন ফিরল সনি নর্ডির পায়ে৷ ম্যাচের বয়স তখন ৪৮ মিনিট৷ বিক্রমজিতের লব থেকে বক্সের মধ্যে নর্ডির উদ্দেশে পাস বাড়ান জেজে৷ নিখুঁত ফিনিশ হাইতিয়ান স্ট্রাইকারের৷ ৫৮ মিনিটে ব্যবধানটা ২-০ করেন ধনচন্দ্র সিংহ৷ কাটসুমির কর্নার থেকে দুরন্ত হেডার৷ ৭৩ মিনিটের মাথায় জেজের মিডাস টাচ৷ ৩-০-তে এগিয়ে যায় বাগান৷ ৮২ মিনিটের মাথায় ফের জ্বলে উঠলেন গেমমেকার নর্ডি৷ বক্সের বাঁ-দিক থেকে নর্ডির পাসে গোল করেই ৪-০-তে এগিয়ে দেন বিক্রমজিত্‍৷ আর, ম্যাচের শেষলগ্নে মিজোরামের দলের জালে দ্বিতীয়বার বল ঢুকিয়ে দিয়ে গেলেন মিজোরামেরই ছেলে জেজে৷ ৫ ম্যাচে ৮ গোল করে ফেড কাপের সর্বোচ্চ স্কোরারও তিনিই৷

হেভিওয়েট ঝড়ে কুপোকাত্‍ পাহাড়ি প্রতিপক্ষ৷ আইলিগ হাতছাড়া হওয়ার আক্ষেপ মিটল অবশেষে৷ ফেড কাপ চ্যাম্পিয়ন হয়ে ফের ভারতসেরা বাগান৷