মুম্বই: বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল হেরে গেলেও, এই ফলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ সচিন তেন্ডুলকর। এই কিংবদন্তীর মতে, প্রস্তুতি ম্যাচের ফল নিয়ে চিন্তার কিছু নেই। প্রস্তুতি ম্যাচের মাধ্যমে ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে আরও পরিচিত হওয়ার চেষ্টা করা উচিত বিরাট কোহলিদের।

আগামীকাল বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। তার আগে সচিন বলেছেন, ‘আমি প্রতিটি ম্যাচে ভারতীয় দলের বিচার করব না। একটি প্রতিযোগিতায় কোনও ম্যাচে খারাপ ফল হতেই পারে। আসল প্রতিযোগিতা এখনও শুরু হয়নি। ফলে এখনই ভয় পাচ্ছি না। একটি বা দু’টি ম্যাচে খারাপ ফল হতেই পারে। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলিকে কাজে লাগানো উচিত ভারতীয় দলের। বিশ্বকাপে পিচ কেমন আচরণ করতে পারে, সেটা বোঝার চেষ্টা করা উচিত ভারতীয় ক্রিকেটারদের।’

সচিন আরও বলেছেন, ‘অনেক সময়ই দলগুলি ব্যাটিং লাইনআপ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে। কোনও দলই প্রথম একাদশ নিয়ে নিশ্চিত নয়। বেশ কয়েকজন ব্যাটসম্যান ও বোলারকে বিশ্রাম দেওয়া হচ্ছে। কোনও দলই আসল প্রথম একাদশ দেখাতে চাইছে না। সব দলই বিভিন্ন যুগলবন্দি দেখে নিতে চাইছে।’

এবারের বিশ্বকাপে আফগানিস্তান চমক দিতে পারে বলে মনে করছেন সচিন। তিনি আফগানদের স্পিন বোলিংকে অন্যতম সেরা বলছেন।