মুম্বই: ইংল্যান্ড দলে ফিরলেন সীমিত ওভারের দলের অধিনায়ক ইওয়েন মর্গ্যান। ভারতের বিরুদ্ধে একদিন ও টি-২০ সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন তিনিই। উল্লেখ্য, আগামী মাসে ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ শুরু হচ্ছে।
মর্গ্যানের সঙ্গেই দলে ফিরেছেন অ্যালেক্স হেলসও। দুজনেই নিরাপত্তা সংক্রান্ত কারণে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দল থেকে নিজেদের সরিয়ে নিয়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল মিডল অর্ডার ব্যাটসম্যান জো রুটকেও। তাঁকেও ফেরানো হয়েছে দলে।
ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর দেশে ফিরে যাবেন পেসার বেন ডুকেট, স্টিভেন ফিন এবং জেমস ভিনস।
৩০ বছরের মর্গ্যানর নেতৃত্বে ও হেড কোচ ট্রেভর বেইলিসের আমলে গত ১২ টি ম্যাচের মধ্যে ৯ টিতেই জিতেছে ইংল্যান্ড।
ভারতের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে ইংল্যান্ড। ১৫ জানুয়ারি পুনেতে হবে প্রথম ওডিআই।
দলে ফিরলেন, একদিনের সিরিজে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের নেতৃত্বে মর্গ্যানই
ABP Ananda, web desk
Updated at:
06 Dec 2016 09:58 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -