ম্যাঞ্চেস্টার:  বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে তাণ্ডব ইংল্যান্ডের অধিনায়ক ইওন মর্গ্যানের। মাত্র ৭১ বলে খেললেন ১৪৮ রানের বিধ্বংসী ইনিংস। একদিনের ক্রিকেটে কোনও এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়লেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১৭ টি ছক্কা ও চারটি বাউন্ডারি।




এদিন ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মা, ক্রিস  গেইল ও এবি ডিভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন তিনি। ২০১৩-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬ টি ছক্কা মেরেছিলেন রোহিত। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (২০১৫-তে জিম্বাবোয়ের বিরুদ্ধে) ও দক্ষিণ আফ্রিকার অবসর নেওয়া ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সের (২০১৫-কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে)  একটি ইনিংসে ১৬ টি ছয় মারার নজির রয়েছে।

মর্গ্যানের ইনিংস ভর করে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ছয় উইকেটে ৩৯৭ রানের বিশাল স্কোর খাড়া করেছে। এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের এটাই সর্বাধিক রান। সবমিলিয়ে ইনিংসে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ২৫ টি ছক্কা মেরেছেন।

মর্গ্যানের এটাই কেরিয়ারের সেরা ইনিংস। বিশ্বকাপের ইতিহাসে এটি চতুর্থ দ্রুততম শতরান। একদিনের কেরিয়ারের ১৩ তম শতরান মর্গ্যান করলেন ৫৭ বলে।

ইংল্যান্ডের ওপেনার জনি বেয়ারস্টো (৯৯ বলে ৯০) এবং জো রুট (৮২ বলে ৮৮)-ও রান পেয়েছেন।  টি ২০ ক্রিকেটের আফগান তারকা রশিদ খান এদিন বেধড়ক মার খেয়েছেন। বিশ্বকাপে সবচেয়ে বেশি রান দেওয়ার অবাঞ্ছিত রেকর্ড যোগ হল তাঁর নামের সঙ্গে। তাঁর বোলিং বিশ্লেষণ ৯-০-১১০-০। ১১ টি ছক্কা এসেছে তাঁর ওভারগুলি থেকে। তাঁর আগে বিশ্বকাপে সবচেয়ে খারাপ বোলিংয়ের নজির ছিল নিউজিল্যান্ডের মার্টিন স্নেড্ডেনের। ১৯৮৩-র বিশ্বকাপে ৬০ ওভারের ম্যাচে তাঁর বোলিং বিশ্লেষণ ছিল ১২-০-১০৫-০।