ট্যাঙ্গিয়ের : বিশ্বকাপের মঞ্চে আরব বসন্ত এসেছিল তাদের হাত ধরে। কয়েক মাস আগেই কাতার বিশ্বকাপের মঞ্চে আফ্রিকান-আরবের প্রথম দেশ হিসেবে সেমিফাইনালে খেলেছিল মরক্কো (Morocco)। তাদের ফুটবল মুগ্ধ করেছিল ফুটবল বিশ্বকে। দিয়েছিল চমকে। ফের একবার চমকই দেখালেন মরক্কোর ফুটবলার। এবার তারা হারালেন ব্রাজিলকে (Brazil)। ঘরের মাঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে ২-১ গোলে হারিয়েছে মরক্কো। ফুটবল ইতিহাসে এই প্রথমবার ব্রাজিলকে হারতে হল মরক্কোর কাছে। ফিফা আয়োজিত প্রীতি ম্যাচ হলেও আন্তর্জাতিক স্তরে যে ফলাফল মরক্কোর ফুটবল উত্থানে আরও একটা বড় পদক্ষেপ হিসেবেই এই জয়কে দেখছেন ফুটবল বোদ্ধারা। 


খেলার ২৯ মিনিটের মাথায় সোপেন বৌফালের গোলে ম্যাচ লিড নেয় মরক্কো। প্রথমার্ধে আর গোলের খাতা খুলতে পারেনি কোনও দলই। যদিও খেলার ৬৭ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফিরিয়েছিল ব্রাজিল। যদিও সেক্ষেত্রে সেলেকাও অধিনায়ক ক্যাসামিরোর শট ধরতে গিয়ে বাজে ভুল করে ফেলেছিলেন বিশ্বকাপের দুরন্ত খেলা ইয়াসিন বৌনৌ। গোল হজম করে গেলেও ট্যাঙ্গিয়েরে ঘরের সমর্থকদের সামনে নিজেদের ফুটবল উদ্দমের অনন্য নজির রেখে আক্রমণ শানানো জারি রাখে মরক্কো। যার সুফল তারা পায় ম্যাচের ৭৯ মিনিটের মাথায়। মিডফিল্ডার আবদেল হামিদ সাবিরির গোলে ম্যাচ জেতে তারা। 


এদিকে, ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিল হারলেও ইউরোর যোগ্যতা অর্জন পর্বে দাপট জারি পোর্তুগাল, স্পেনের মতো দলের। লুক্সেমবার্গের বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলের সুবাদে ৬-০ ব্যবধানে বড় জয় পেয়েছে পোর্তুগাল (Portugal)। জোয়াও ফিলিক্স, বার্নাডো সিলভা, ওটাভিও ও রাফায়েল লিয়াও একটি করে গোল পেয়েছেন। অন্যদিকে, নরওয়েকে ৩-০ ব্যবধানে হারিয়েছে স্পেন। আন্তর্জাতিক স্তরে অভিষেক ম্যাচে নেমে স্পেনের জার্সিতে জোড়া গোল করেছেন জোসেলু। খেলার ৮৩ ও ৮৫ মিনিটের মাথায় জোড়া গোল করেন তিনি। ম্যাচ শুরুর ১৩ মিনিটের মধ্যেই স্পেনের হয়ে প্রথম গোল ড্যানি ওলমোর। স্পেনের কোচ হিসেবে লুই এনরিকে পদ ছাড়ার পর প্রশিক্ষক হিসেবে লুই দে লা ফুয়েন্তের অধীনে এটিই ছিল স্পেনের প্রথম ম্যাচ। যে খেলার জিতেই চব্বিশের ইউরোর যোগ্যতা অর্জন পর্বের অভিযান শুরু করল ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। স্পেনের সঙ্গে গ্রুপ এ-তে নরওয়ে ছাড়াও রয়েছে স্কটল্যান্ড, জর্জিয়া ও সাইপ্রাস। 


আরও পড়ুন- জোড়া গোলের পথে জোড়া সেলিব্রেশনের মিশেল, রোনাল্ডো দাপটে ঝলমলে পোর্তুগাল