করাচি: ফের সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক পাকিস্তানি ক্রিকেটার উমর আকমল। সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন অলরাউন্ডার আবদুল রজ্জাকের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি ঘনিষ্ঠ সম্পর্কের কথা বোঝাতে গিয়ে লেখেন, ‘মাদার ফ্রম অ্যানাদার ব্রাদার!’ হাসি-ঠাট্টা শুরু হতেই পোস্টটি মুছে দেন আকমল। কিন্তু ততক্ষণে তাঁর পোস্টটি ভাইরাল। অনেকেই স্ক্রিনশটও নিয়ে রেখেছেন। ফলে বিড়ম্বনা এড়াতে পারেনি এই পাক ক্রিকেটার।
এর আগেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় ভুল কথা লিখে বিপাকে পড়েছেন আকমল। শৃঙ্খলাভঙ্গ করার দায়ে শাস্তির মুখেও পড়তে হয়েছে তাঁকে। কিছুদিন আগেই লাহৌরে পাকিস্তানের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্ট দেওয়ার সময় এক ট্রেনারের উদ্দেশে অপমানজনক মন্তব্য করেন তিনি। পিসিবি সূত্রে খবর, ফিটনেস টেস্টে উত্তীর্ণ না হতে পেরে হতাশ হয়েই কটূ মন্তব্য করেন আকমল।