সেই স্প্রিন্টার এবার জানালেন, সঠিক প্রশিক্ষণ পেলে তিনি ইউসেইন বোল্টের বিশ্বরেকর্ড ভেঙে দেওয়ার স্বপ্ন দেখেন। মধ্য প্রদেশের শিবপুরী জেলার নরওয়ার গ্রামের কৃষক পরিবারের সন্তান রামেশ্বর শনিবার ভোপালে গিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করেন। তারপর তিনি সাংবাদিকদের বলেন, ‘৯.৫৮ সেকেন্ডে একশো মিটার দৌড়ে বিশ্বরেকর্ড করেছিলেন ইউসেইন বোল্ট। সঠিক প্রশিক্ষণ আর সুযোগসুবিধা পেলে আমি সেই রেকর্ড ভেঙে দেওয়ার ব্যাপারে আশাবাদী।’
পাশাপাশি রামেশ্বর জানিয়েছেন, গত ছমাস ধরে তিনি একশো মিটার দৌড়নো অভ্যাস করেছেন। যখন প্রয়োজনীয় উচ্চতা না থাকায় তাঁর সেনাবাহিনিতে যোগ দেওয়ার স্বপ্নভঙ্গ হয়। রামেশ্বর বলেছেন, ‘আগে ১২ সেকেন্ডের সামান্য বেশি সময়ে একশো মিটার শেষ করছিলাম। ছয় মাস অনুশীলনের পর সেই সময়টা ১১ সেকেন্ডে নামিয়ে এনেছি।’ তিনি আরও জানিয়েছেন যে, সুষম খাবারের অভাবে তাঁর শারীরিক সমস্যাও হচ্ছে।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজুও রামেশ্বরকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। তার আগে শুক্রবার বিজেপি নেতা শিবরাজ সিংহ চৌহান রামেশ্বরের দৌড়ের ভিডিও পোস্ট করেন। সেই টুইটে তিনি রিজিজুকে ট্যাগও করেন। সঙ্গে লেখেন যে, ভারতে প্রতিভার অভাব নেই। সঠিক সুযোগ-সুবিধা পেলে ওরা ইতিহাস তৈরি করতে পারে। তার জবাবেই রিজিজু লেখেন, ‘কারও মাধ্যমে ছেলেটিকে আমার কাছে পাঠান শিবরাজজী। আমি ওকে কোনও একটা অ্যাথলেটিক্স অ্যাকাডেমিতে ভর্তি করিয়ে দেব।’
তারপরই রামেশ্বরের জীবনের চাকা ঘুরতে শুরু করেছে। পারিবারিক অভাবের জন্য দশম শ্রেণির বেশি পড়তে না পারা তরুণের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন।