মুম্বই: প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ফিট ও ফর্মে থাকলে তাঁর বদলে অন্য কাউকে দলে নেওয়ার কথা ভাবাই যায় না। তিনি ভারতীয় দলের সম্পদ। এমনই মন্তব্য করলেন প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর। তাঁর ট্যুইট, ‘ধোনি যদি ফিট ও ফর্মে থাকে, তাহলে ওর বদলে অন্য কারও কথা ভাবাই যায় না। কারণ, ও উইকেটের পিছনে এবং লোয়ার অর্ডারে সম্পদ হয়ে উঠতে পারে। এর ফলে (কে এল) রাহুলের উপর থেকে কিপিং করার চাপ কমে যাবে। ভারতীয় দলে যদি একজন বাঁ হাতি ব্যাটসম্যানকে খেলানোর দরকার হয়, তাহলে (ঋষভ) পন্থকে ব্যাটসম্যান হিসেবে খেলানো যেতে পারে।’
ধোনিকে আর কোনওদিন জাতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে কি না, সেটা কেউই নিশ্চিতভাবে বলতে পারছেন না। টি-২০ বিশ্বকাপের আগে এবারের আইপিএল ধোনির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই প্রতিযোগিতায় ভাল পারফরম্যান্স দেখাতে পারলে তাঁর জাতীয় দলে ফেরার দাবি জোরাল হত। কিন্তু আইপিএল ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত হয়ে গিয়েছে। এই প্রতিযোগিতা আদৌ হবে কি না, সেটাই অনিশ্চিত। ফলে ধোনির ভবিষ্যতের বিষয়েও কিছু জানা যাচ্ছে না।