শ্রীনগর: টেরিটোরিয়াল আর্মির সঙ্গে দুসপ্তাহের সামরিক দায়িত্ব শেষ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ভারতের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর দু’সপ্তাহের বিরতি নিয়েছিলেন ধোনি। সেই সময়টা ১০৬ ইউনিটের সঙ্গে দুসপ্তাহ কাশ্মীরে ছিলেন টেরিটোরিয়াল আর্মির ব্যাটালিয়নের (প্যারা) সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল ধোনি। জুলাইয়ের শেষ থেকে চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত তিনি উপত্যকায় ছিলেন। সেখান থেকে ফিরে বর্তমানে তিনি ফিরে দিল্লিতে স্ত্রী ও মেয়ের সঙ্গে রয়েছেন ৩৭ বছরের মাহি।
কাশ্মীর উপত্যকায় ভিক্টর ফোর্সের সঙ্গে ছিলেন ধোনি। এই দুসপ্তাহে প্যাট্রলিং থেকে গার্ড ও পোস্ট ডিউটি-- সবকিছুই করেছেন তিনি। পরে, স্বাধীনতা দিবসের প্রাক্কালে তিনি লাদাখে যান। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন। স্থানীয় কচিকাঁচাদের সঙ্গে ক্রিকেট খেলতেও দেখা যায় তাঁকে।
ধোনির অবর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি-২০ ও একদিনের সিরিজে উফকেটরক্ষকের দায়িত্ব সামলান ঋষভ পন্ত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে ফের দলে ফিরবেন তিনি।