নয়াদিল্লি: ইংল্যান্ডে দলের সহ খেলোয়াড় ও পরিবারের লোকজনদের সঙ্গে ৩৮ তম জন্মদিন পালন করলেন মহেন্দ্র সিংহ ধোনি। ভারতের প্রাক্তন অধিনায়কের জন্মদিন নিয়ে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা।
সোশ্যাল মিডিয়ায় তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগী থেকে শুরু করে ক্রিকেট জগতের বিশিষ্টরা ভারতের টি ২০ এবং ওডিআই বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ককে শুভেচ্ছা জানিয়েছেন।
আইপিএলের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপারকিংস ৭ জুলাইকে থালা দিবস হিসেবে ঘোষণা করেছে। এভাবেই দল তাদের সফল অধিনায়কের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে।



এরইমধ্য়ে ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগও তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় ধোনিকে শুভেচ্ছা জানিয়েছেন। একটা সময় ধোনির সহ খেলোয়াড় ছিলেন বীরু। ধোনির বিশেষ একটা ছবি শেয়ার করে তাঁর ট্যুইট- এই স্ট্রেচের থেকেও দীর্ঘস্থায়ী হোক তোমার জীবন এবং তোমার স্ট্যাম্পিংয়ের থেকেও দ্রুত জীবনের সমস্ত সুখ খুঁজে পাও। ওম ফিনিশায়া নমহ।




উল্লেখ্য, ধোনি ফিনিসার হিসেবে পরিচিত। গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ঝলসে ওঠে ধোনির ব্যাট। শেষ ওভারে ২২ রান নেন তিনি। শেষবলে বাউন্ডারি মারেন। যদিও ম্যাচ ভারত জিততে পারেনি।
দেখুন ধোনির জন্মদিনে আরও কয়েকটি শুভেচ্ছা বার্তা-