কটক: কটকে শ্রীলঙ্কাকে সিরিজের প্রথম টি ২০ ম্যাচে গুঁড়িয়ে দেওয়ার পর অস্থায়ী অধিনায়ক রোহিত শর্মা যা বললেন, তা গত এক দেড় বছর ধরেই সারা ভারতের ক্রিকেট মহল বলে আসছিল। রোহিত বললেন, টি ২০ তে চার নম্বরই মহেন্দ্র সিংহ ধোনির সবচেয়ে ভালো পজিশন বলে মনে করে টিম ম্যানেজমেন্ট।
গতকালের ম্যাচে কটকে দেখা গেল ভিন্টেজ ধোনিকে। চার নম্বরে ব্যাট করতে নেমে ২২ বলে ৩৯ অপরাজিত। চারটি চার, শেষ বলে স্কোয়ার লেগ দিয়ে ছক্কা।
ম্যাচ শেষে অধিনায়ক দলের ব্যাটিংয়ের সময় ধোনি ও মণীষ পান্ডের দুরন্ত ফিনিসের ভূয়সী প্রশংসা করেন। চতুর্থ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ৩৩ বলে ৬৮ রান যোগ হয়। শেষপর্যন্ত ভারত ২০ ওভারে তিন উইকেটে ১৮০ রান করে। রোহিত বিশেষ করে ধোনির ব্যাটিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। মুম্বইকর বলেছেন, 'ধোনি ও মণীষ ইনিংসটা শেষ করল দুরন্তভাবে। ওরা তো ব্যাটিংয়ের জন্য খুব বেশি সময় পায় না। আর ধোনির ব্যাপারে বেশি কথা বলার কিছু নেই। একদিনের ম্যাচেও ব্যাটিংয়ে খুব একটা সময় পায় না ধোনি। কিন্তু ক্লাস তো স্থায়ী ব্যাপার। ধোনি এমন একজন যে অনেক ম্যাচ খেলেছে এবং অনেক ম্যাচ জিতেছে। আর টি ২০ ফর্ম্যাটের কথা বলতে গেলে আমরা মনে করি ব্যাটিংয়ে চার নম্বর পজিশনটাও ধোনির পক্ষে আদর্শ'।
রোহিত আরও বলেছেন, 'দীর্ঘদিন ধরেই ধোনি ফিনিসারের কাজটা করছে। এখন আমরা মনে করছি, এই দায়িত্বটা অন্য কারুর নেওয়া উচিত। তাহলে চার নম্বরে নেমে অনেকটা খোলা মনে খেলতে পারবে মাহি'।