করোনা ভাইরাস সংক্রমণের জেরে আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় ভারতের সব ক্রিকেটারই এখন বাড়িতে বসে। লকডাউন উঠে যাওয়ার পরেও এ বছর আইপিএল হবে কি না, সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এই পরিস্থিতিতে ভারতের সব ক্রিকেটারই বাড়িতে থাকতে বাধ্য হচ্ছেন। আইপিএল-এর উপর ভারতীয় দলে ধোনির প্রত্যাবর্তন অনেকটা নির্ভর করছে বলেই মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু আইপিএল যদি না হয়, তাহলে ধোনিকে ভবিষ্যতে আর ভারতের হয়ে খেলতে দেখা যাবে কি না, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। ধোনি এখন আর পাবজি খেলেন না, তাঁর নয়া পছন্দ ‘কল অফ ডিউটি’, জানালেন দীপক চাহার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Apr 2020 05:59 PM (IST)
করোনা ভাইরাস সংক্রমণের জেরে আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় ভারতের সব ক্রিকেটারই এখন বাড়িতে বসে।
চেন্নাই: চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এখন আর পাবজি খেলেন না। এখন তাঁর পছন্দের ভিডিও গেম হল ‘কল অফ ডিউটি’। এমনই জানালেন সতীর্থ দীপক চাহার। ট্যুইটারে চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে চাহার বলেছেন, ‘মাহি ভাই এখন আর পাবজি খেলেন না। তবে আমি এখনও খেলি। মাহি ভাইয়ের এখন অন্য খেলা পছন্দ হয়েছে। তিনি কিছুদিন আগে ফের পাবজি খেলছিলেন। কিন্তু এই খেলা তিনি ভুলে গিয়েছেন। কে, কোথা থেকে গুলি করছে, সেটা তিনি বুঝতেই পারছিলেন না।’