কলকাতা: আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি ২০ ম্যাচে ভারত একতরফা জিতেছে। প্রথম ম্যাচের পর ওই ম্যাচেও কোনও রকম লড়াই-ই করতে পারেনি আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করে ২১৩ রানের বিশাল স্কোর করে ভারত। পরে আয়ারল্যান্ডের ইনিংস মাত্র ৭০ রানে গুটিয়ে যায়। ১৪৩ রানে জেতে ভারত। টি ২০ ক্রিকেটে ভারতের এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়। ম্যাচে ভারতের ব্যাটসম্যানদের ব্যাটিং দর্শকদের বিনোদন যুগিয়েছে। লোকেশ রাহুল ৭০ রান করেন। স্লগ ওভারে হার্দিক ছক্কার বন্যা বইয়ে দেন। ব্যাটিং ও বোলিংয়ে ভারতের একতরফা দাপটের মাঝেই নজর কাড়লেন মহেন্দ্র সিংহ ধোনি। দ্বিতীয় ম্যাচে খেলেননি ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর জায়গায় দলে সুযোগ দেওয়া হয় দীনেশ কার্তিককে। মণীষ পান্ডে ও সুরেশ রায়না যখন ব্যাটিং করছিলেন তখন জলের বোতল নিয়ে মাঠে আসেন ধোনি। তাঁর সঙ্গে শুধু জলের বোতলই নয়, ছিল রায়নার বিশাল কিট ব্যাগ। টি ২০ ও একদিনের বিশ্বকাপজয়ী দলের অধিনায়কের এই আচরণ ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছে। সোশ্যাল মিডিয়ায় ধোনির প্রশংসায় বিভিন্ন মন্তব্য করা হয়েছে।