নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনির সমর্থনে এগিয়ে আসলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন অধিনায়কের মতে, ওর মানের ক্রিকেটাররা সবসময় সমালোচকদের ভুল প্রমাণিত করে এসেছে।


ফর্ম পড়ে যাওয়ায় সাম্প্রতিককালে ধোনিকে প্রচুর সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। অনেক বিশেষজ্ঞ এমনই বলেছেন যে, কেরিয়ারে ইতি টানা উচিত মাহির।


যদিও, পরিসংখ্যান কিন্তু এতটাও খারাপ নয়। গত বছরের শুরু থেকে ধোনির গড় ৫১.৫৬। যা তাঁর কেরিয়ারের মোট গড়ের তুলনায় সামান্যই কম।


কিন্তু, গুরুত্বপূর্ণ সময়ে নেমে কয়েকটি ম্যাচ না জেতাতে পারাটা বিপক্ষে গিয়েছে ধোনির। তবে, তিনি চলতি শ্রীলঙ্কা সিরিজে দারুনভাবে প্রত্যাবর্তন করেছেন। কেরিয়ারের ৩০০ তম ম্যাচও খেলেছেন।


সৌরভ বলেন, ৩০০ ম্যাচ খেলা যে সে বিষয় নয়। একজন ক্রিকেটারের শ্রেষ্ঠত্ব ও কৃতিত্বের মাপকাঠি হল ৩০০ ম্যাচ। সিরিজের আগে তাকে নিয়ে অনেক কথা হয়েছে। কঠিন পরীক্ষায় পড়তে হয়েছে। কিন্তু, তা সত্ত্বেও, বিশাল অভিজ্ঞতা দিয়ে ধোনির যা করা উচিত ছিল, সেটাই ও করেছে।


সৌরভ যোগ করেন, এধরনের ক্রিকেটাররা দেশের জন্য অনেক করেছেন। তাঁদের আচমকা খেলা ছাড়তে বলা যায় না। কারণ, তাঁরা প্রতিবার এভাবেই ফিরে এসে সমালোচকদের ভুল প্রমাণ করেন।


তবে, একইসঙ্গে প্রাক্তন অধিনায়ক তার উত্তরসূরী সম্পর্কে এ-ও আশা প্রকাশ করেন যে, ভাল দলের বিরুদ্ধে ধোনির পারফরম্যান্স আরও ভাল হবে।