নয়াদিল্লি : আইপিএলে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে মহেন্দ্র সিংহ ধোনির ৩৪ বলে ৭০ রানের ম্যাচ জেতানো ইনিংস ক্যারিবিয়ান ব্যাটিং কিংবদন্তী ভিভিয়ান রিচার্ডসেরও সমীহ আদায় করে নিল। ওই ম্যাচে সাতটি ছয় মেরেছেন ধোনি। এরমধ্যে একটি উইনিং স্ট্রোক। বেঙ্গালুরুর ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ধোনির চেন্নাই সুপার কিংস ২ বল বাকি থাকতেই জয় তুলে নেয়।
ধোনির এই ইনিংসে মুগ্ধ রিচার্ডস। তিনি লিখেছেন, 'ধোনি ব্যাট হাতে আবার চেনা ছন্দে ফিরে এসেছে। শেষ ওভার পর্যন্ত তার দল ও সমর্থকদের প্রত্যাশার ভার নিজের কাঁধে বয়েছে। ধোনি ও অম্বাতি রায়াডু রান তাড়ার কাজটা দারুণ বুদ্ধিমত্তার সঙ্গে করেছে। তাদের ব্যাটিং ডোয়েন ব্র্যাভোকেও উদ্দীপ্ত করেছে। রায়াডু আউট হওয়ার পর ব্যাট করতে নেমে সেজন্যই আস্থা ছিল ব্র্যাভোর। চেন্নাইয়ের অধিনায়ক মোহালির মতো ধীর গতিতে শুরু করেনি। প্রথম থেকেই রান তুলতে শুরু করে। এর থেকেই ইঙ্গিত স্পষ্ট যে, ধোনির ব্যাটিং এখনও দর্শনীয়। সম্প্রতি সমালোচনার মুখে পড়তে হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ব্যাট হাতে এখনও বিপক্ষকে দুরমুশ করার ক্ষমতা রাখে ধোনি'।
রিচার্ডস আরও লিখেছেন, 'এই লোকটা অন্যান্য সময়ের মতো এক্ষেত্রেও মাথা ঠাণ্ডা রেখে রুদ্ধশ্বাস ম্যাচে নিজের দলকে জয়ে পৌঁছে দিয়েছে। এর আগে যখন এই দুটি দল মুখোমুখি হয়েছিল, তখনও একই ভূমিকা নিয়েছিল ধোনি'।
রিচার্ডসের কথায়, গত বুধবার বেঙ্গালুরুতে আইপিএলে দুটি অন্যতম সেরা দল মুখোমুখি হয়েছিল। এই লড়াইটা ছিল দেখার মতো। চাপের মুখে মাথা ঠাণ্ডা রেখে কাজের কাজটা করার জন্য চেন্নাইকে কৃতিত্ব দিতেই হয়।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ব্যাট হাতে এখনও বিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে ধোনি, বললেন ভিভ রিচার্ডস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Apr 2018 01:08 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -