নয়াদিল্লি: আইপিএল শেষের দিকে। রাইজিং পুনে সুপারজায়ান্টস হাসতে হাসতে ফাইনালে। দলের জয়ের পিছনে অন্যতম ভূমিকা নেওয়া এম এস ধোনি এখন করছেন লুঙ্গি ডান্স। দেখুন সেই ভিডিও.. বাইকের এক বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, ধোনি প্রভু দেবার কাছ থেকে নাচের প্রশিক্ষণ নিচ্ছেন। বিজ্ঞাপনটি গত বছরের কিন্তু ধোনির এক্সপ্রেশন এখনও দেখার মত।