চেন্নাই: করোনা ভাইরাসের জেরে এবারের আইপিএল ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত হয়ে গিয়েছে। এই প্রতিযোগিতা আদৌ হবে কি না, বা হলেও কতগুলি ম্যাচ হবে, বিদেশি খেলোয়াড়দের পাওয়া যাবে কি না, সেসব নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে চেন্নাই ছাড়লেন মহেন্দ্র সিংহ ধোনি। তাঁকে বিদায় জানাতে হাজির ছিলেন বহু অনুরাগী। অনেকেরই অটোগ্রাফের আবদার মেটাতে হয় চেন্নাই সুপার কিংসের অধিনায়ককে। এবারের আইপিএল ধোনির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, তিনি গত কয়েকমাস ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি। বিসিসিআই-এর চুক্তি থেকেও বাদ পড়েছেন তিনি। টি-২০ বিশ্বকাপের দলে থাকতে হলে তাঁকে আইপিএল-এ ভাল পারফরম্যান্স দেখাতেই হবে। এ মাসের শুরু থেকে চেন্নাইয়ে অনুশীলন শুরু করেন তিনি। কিন্তু আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় মাঝপথেই ফিরে গেলেন তিনি। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন, ১৫ এপ্রিলের পর আইপিএল শুরু হলেও, ম্যাচের সংখ্যা কমতে পারে। কবে থেকে এই প্রতিযোগিতা শুরু হবে, সে বিষয়ে এখন কিছুই বলা যাচ্ছে না। করোনা ভাইরাস পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। সবার স্বাস্থ্যের কথা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।