নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি তিন বছর পরে একটি ট্যুইট ‘লাইক’ করেছেন। সেই ট্যুইটে যে কথা বলা হয়েছে, সেটা নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। একটি সংবাদমাধ্যম ওই ট্যুইট করেছিল। তাতে বলা হয়, নিশ্চিত খবর পাওয়া গিয়েছে, বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল ২০১৯ সালের বিশ্বকাপ জিতবে। ম্যাচ গড়াপেটা হচ্ছে। বিরাট, ধোনি, রবি শাস্ত্রী, বিসিসিআই, সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, কপিল দেব, মহম্মদ আজহারউদ্দিন, অনুরাগ ঠাকুর, রাজীব শুক্ল, শরদ পওয়ার, গৌতম গম্ভীর ও অজয় জাডেজাকে এই ট্যুইট ‘ট্যাগ’ করা হয়। ধোনি সেই ট্যুইটই ‘লাইক’ করেছেন।
ধোনি সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন। ট্যুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা ৬৭ লক্ষের বেশি হলেও, এখনও পর্যন্ত মাত্র ৪৫টি ট্যুইট করেছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। তিনি এর আগে মাত্র দু’টি ট্যুইট লাইক করেছিলেন। প্রথমটি ২০১৩ সালের ১০ মার্চ এবং দ্বিতীয়টি ২০১৪ সালের ৩১ ডিসেম্বর। ২০১৯ বিশ্বকাপে তিনি খেলবেন কি না এখনও স্পষ্ট নয়। তবে তার আগেই এই ট্যুইট লাইক করা নিয়ে ভারতীয় ক্রিকেটমহলে জোর আলোচনা শুরু হয়েছে।