নয়াদিল্লি: ক্যাশলেস ডিজিটাল লেনদেনের প্রচারে মহেন্দ্র সিংহ ধোনি। দেশে ডিজিটাল লেনদেন বৃদ্ধির জন্য ক্যাশ ব্যবহারের পরিবর্তে ডিজিটাল লেনদেনের পক্ষেই সওয়াল করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে এসে মহেন্দ্র সিংহ ধোনি বলেন, “মা এখনও ক্যাশ ব্যবহার করার পক্ষেই। তবে আমি মা-কে ডিজিটাল লেনদেন করার জন্য অনুপ্রাণিত করছি।” এই অনুষ্ঠানেই সাংবাদিকদের প্রশ্নে মাহিকে নিজের ক্রিকেট জীবনের অভিজ্ঞতাও বলতে শোনা যায়। ভারতীয় ক্রিকেটের এই মহাতারকা বলেন, “জীবনে হতাশাকে কখনও মাথায় চেপে বসতে দেওয়া যাবে না। সবসময় মাথা ঠান্ডা রেখে রান করে যেতে হবে এবং দলের জন্য ভাল পারফর্ম করতে হবে।”
উল্লেখ্য, বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর আর একটিও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি মাহি। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে নিজেকে নির্বাচনের বাইরে রেখেছেন তিনি। খেলেননি দক্ষিণ আফ্রিকা সিরিজও। যতদূর শোনা যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন না তিনি। কোচ রবি শাস্ত্রী পর্যন্ত ধোনির এই অবস্থানের পরিপ্রেক্ষিতে বলেছেন, “ধোনির সঙ্গে দীর্ঘদিন দেখা হয়নি। খেলা চালিয়ে যাওয়া নিয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত।” যদিও অবসর প্রসঙ্গে নিরুত্তরই থেকেছেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। সূত্রের খবর, মাহি এখনই অবসর নিয়ে কিছু ভাবছেন না। উল্টে ৩৮ বছরের এই ক্রিকেটার নিজেকে আরও কঠোর শৃঙ্খলায় বেঁধেছেন। ফিটনেস মন্ত্রকে পাথেয় করেই আগামী দিনে ফিরে আসবেন মাহি, আশা তাঁর শুভাকাঙ্খীদের।