নয়াদিল্লি: 'ধোনিকে সম্মান না জানিয়ে বিদায় দেওয়াটা বিসিসিআইয়ের হীনমন্যতার প্রকাশ। তারা ধোনিকে এভাবে বিদায় জানাতে পারে না।' নিজের ইউটিউব চ্যানেলে মন্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সাকলাইন মুস্তাক।
৪৯টি টেস্ট ম্যাচ ও ১৬৯ একদিনের ম্যাচ খেলেছেন সাকলাইন। ইনস্টাগ্রাম পোস্টে ধোনির অবসরের খবর দেখে মর্মাহত তিনি। প্রাক্তন স্পিনার বলেছেন, 'আমি সবসময় ইতিবাচক কথা বলি এবং খেয়াল রাখি আমার কোনও বক্তব্য যেন নেতিবাচক প্রভাব না ফেলে। তবু একটা কথা না বলে পারছি না, ধোনিকে সম্মান না জানিয়ে বিদায় দেওয়াটা বিসিসিআইয়ের হীনমন্যতার প্রকাশ। তারা ধোনিকে এভাবে বিদায় জানাতে পারে না। ধোনির মতো বড় মাপের তারকা ক্রিকেটারের বিদায় এভাবে হতে পারে না।' রবিবার নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এমনই দাবি করেছেন তিনি।
সাকলাইন আরও বলেন, 'আমি বিশ্বাস করি, এটি শুধু আমার মনের কথা নয়; ধোনির লাখ-কোটি ভক্ত একই প্রতিক্রিয়া জানাবেন। বিসিসিআইয়ের এমন কাণ্ডে আমি সত্যি ব্যথিত।' ৪৩ বছর বয়সী পাক তারকা এরই সঙ্গে যোগ করেন, 'অবসরের পর ধোনি তাঁর ভবিষ্যৎ জীবন কী করবেন তা জানি না, তবে তাঁর এমন অনাড়ম্বর বিদায়ে আমি দুঃখিত। কিন্তু তাঁর ভক্ত-অনুরাগীদের জন্য এটাই সুখবর যে, এখনও মাঠ একেবারেই ছাড়ছেন না ধোনি। তাঁকে আইপিএলে দেখা যাবে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর এমন নীরব অবসর ভক্তদের সবসময়ই কষ্ট দেবে। আমি ধোনির ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানাই।'
গত ১৫ অগস্টের সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের অবসরের কথা ঘোষণা করেন মহেন্দ্র সিং ধোনি। ৪ মিনিট ৭ সেকেন্ডের একটি ভিডিও কোলাজ পোস্ট করে তিনি লেখেন, 'আজ থেকে আমাকে অবসরপ্রাপ্ত বলে মনে করা হোক।'
MS Dhoni Retirement: 'ধোনির মতো ক্রিকেটারকে সঠিক সম্মান দিতে পারেনি বিসিসিআই', প্রাক্তন অধিনায়কের অবসর নিয়ে বিস্ফোরক সাকলাইন মুস্তাক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Aug 2020 10:38 AM (IST)
Saqlain Mushtaq on MS Dhoni's Retirement: 'ধোনিকে সম্মান না জানিয়ে বিদায় দেওয়াটা বিসিসিআইয়ের হীনমন্যতার প্রকাশ। তারা ধোনিকে এভাবে বিদায় জানাতে পারে না।' নিজের ইউটিউব চ্যানেলে মন্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সাকলাইন মুস্তাক।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -