রাঁচি: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আসন্ন আইপিএলে দেখা যাবে তাঁকে। কিন্তু ২২ গজে নয়, এবার একেবারে অন্য ভূমিকায় মহেন্দ্র সিংহ ধোনি। এক গ্রাফিকাল নভেল অথর্ভ দ্য অরিজিনে দেখা যাবে প্রাক্তন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ককে। বুধবার নিজেই সেই নভেলের ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন ধোনি। নিজের সোশ্যাল মিডিয়া মাইথোলজিক্যাল ওয়েব সিরিজটির একটি দৃশ্য প্রকাশ্যে এনেছেন মাহি। মুহূর্তের মধ্য়েই তা ভাইরাল হয়ে যায়। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে কিছু রাক্ষসের সঙ্গে লড়াই করছেন ধোনি। নিজের পোস্টের ক্যাপশনে ক্যাপ্টেন কুল লিখেছেন, ''আমার নতুন অবতার অথর্ভ। সবার সামনে প্রকাশ্যে ঘোষণা করলাম।'' পুরোটাই আসলে একটি অ্যানিমেটেড ওয়েব সিরিজ। যার প্রযোজনা সংস্থা ধোনি এন্টারটেইমেন্ট। যা শুরু হয়েছিল ২০১৯ সালে।


কিছুদিন আগেই একটি শিক্ষা সংক্রনাত্র সংস্থার বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এই ভিডিওতে ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্স করতে দেখা যাচ্ছে। ওই সংস্থার তরফ থেকে ভিডিওটি ট্যুইট করার কয়েক ঘণ্টার মধ্যেই তা ভাইরাল। কয়েক লক্ষ মানুষ দেখে ফেলেছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘লক্ষ্যের দিকে তাকান এবং প্রতিটি বাধা ভেঙে ফেলার সংকল্প রাখুন… এটাই একজনকে চ্যাম্পিয়ন করে! আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে, সবসময় জেনে রাখবেন যে, কঠিন সময়ে, আপনাকে অবশ্যই ৭ নম্বর পাঠটি মনে রাখতে হবে…'।


ভিডিওতে মহেন্দ্র সিং ধোনিকে উইকেটরক্ষকের বেশে ট্রেনের চেয়ে দ্রুত ছুটতে দেখা যায়। লাল রংয়ের একটি বলকে এক হাতে গ্লাভস পরে ধরেন। ধোনির ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। বীরেন্দ্র সহবাগ ভিডিওটি দেখে উচ্ছ্বসিত। লিখেছেন, 'বাহ, হেলিকপ্টার শটের মতোই দুরন্ত'।


২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আইপিএলে এখনও খেলেন এমএস। চেন্নাই সুপার কিংসে তাঁকে রিটেনও করেছে এবার। নিলামে দলের হয়ে টেবিলে উপস্থিতও থাকার কথা ধোনির। উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে হবে আইপিএলের নিলাম পর্ব।