নয়াদিল্লি: ২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর, চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে এক রোমহর্ষক ম্যাচে হারিয়ে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন ভারত প্রথম টি-২০ বিশ্বকাপ জিতেছিল।


সেই ঐতিহাসিক ম্যাচের কথা স্মরণ করতে গিয়ে ফাইনাল ওভারের নায়ক যোগিন্দর শর্মা জানান, ধোনি জানিয়েছিলেন ভারত হেরে গেলে তিনি সব দায় নেবেন।


তিনি বলেন, ও আমাকে মাথা ধীর-স্থির  করে নিজের সেরাটা দিতে বলেছিল। যোগিন্দর যোগ করেন, ধোনি বলেছিল, যদি এক রানেও জিতি, তাহলেও সেটা জয় হবে।


ফাইনাল ম্যাচে ধোনি টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ওপেনিং করে গৌতম গম্ভীর ও ইউসুফ পাঠান প্রথম উইকেটে ২৫ রান করেন। ১৫ রান করে মহম্মদ আসিফের বলে আউট হন পাঠান।


একদিকে ধারাবাহিকভাবে উইকেট পড়ছিল। অপর প্রান্ত আঁকড়ে ধরেছিলেন গম্ভীর। তিনি ৭৫ রান করেন। মূলত, তাঁর দৌলতেই ভারত ২০ ওভারে ১৫৭ রান তোলে।


জবাবে, মহম্মদ হাফিজের উইকেট প্রথমেই হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। ভারতীয় বোলারদের দাপটে ক্রমাগত উইকেট পড়তে থাকে শোয়েব মালিক নেতৃত্বাধীন পাক দলের। একটা সময়ে পাকিস্তানের স্কোর ৭ উইকেটে ১০৪ রানে এসে দাঁড়ায়।


এই সময় নিজের প্রতিভা দেখাতে শুরু করেন মিসবা-উল-হক। লড়াই করে ম্যাচে ফিরে আসে পাকিস্তান। শেষ ওভারে ১৩ রান প্রয়োজন ছিল। হাতে ছিল এক উইকেট।


ধোনি শেষ ওভার দেন যোগিন্দর শর্মাকে। প্রথম বল ওয়াইড। ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকান মিসবা। পাকিস্তানের প্রয়োজন ছিল চার বলে ছয় রান। তৃতীয় বলে স্কুপ-শট মারেন মিসবা।


কিন্তু, মিস-হিট হয়ে বল চলে যায় সোজা শর্ট-ফাইন লেগে দাঁড়ানো শ্রীসন্থের হাতে। ভারত ম্যাচ পাঁচ রানে জেতে। যোগিন্দর জানান, মিসবাকে দেখে তিনি বল ডেলিভারি করার আগে সামান্য থেমে গিয়েছিলেন। একইসঙ্গে বলের গতি কমিয়ে দিয়েছিলেন।