নয়াদিল্লি: ২০১৩ সালের আইপিএল স্পট-ফিক্সিংকাণ্ড নিয়ে এই প্রথম মুখ খুললেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর বিরুদ্ধে প্রাক্তন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনের জামাই গুরুনাথ মায়াপ্পনকে ‘ক্রিকেট উৎসাহী’ বলার অভিযোগ উঠেছিল। তবে সেই অভিযোগ অস্বীকার করে ধোনি বলেছেন, ‘তদন্তকারীদের আমি বলেছিলাম মায়াপ্পন ক্রিকেট উৎসাহী, এটা মিথ্যা কথা। আমি শুধু বলেছিলাম, মাঠে দলের ক্রিকেট-বিষয়ক সিদ্ধান্তের সঙ্গে তাঁর কোনও যোগ নেই। আমি এনথুসিয়াস্ট শব্দটা উচ্চারণই করতে পারি না।’


আইপিএল স্পট-ফিক্সিংকাণ্ডে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের কর্ণধারদেরও নাম জড়িয়ে যায়। মায়াপ্পনের বিরুদ্ধে সরাসরি গড়াপেটায় জড়িত থাকার অভিযোগ ওঠে। ধোনির বিরুদ্ধে তাঁকে বাঁচানোর চেষ্টার অভিযোগ করেন বিসিসিআই-এর আইনজীবী সি এ সুন্দরম। সুপ্রিম কোর্ট নিযুক্ত তদন্ত কমিটি মায়াপ্পনকে ক্রিকেট থেকে আজীবন নির্বাসিত করে। তবে ধোনির বিরুদ্ধে কোনওরকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। সুন্দরম অবশ্য পরে বলেছেন, মায়াপ্পন সম্পর্কে ‘এনথুসিয়াস্ট’ শব্দটা ব্যবহার করেননি ধোনি।

স্পট-ফিক্সিংকাণ্ডের জেরে আইপিএল থেকে দু’বছরের জন্য সাসপেন্ড করা হয় চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে। আগামী আইপিএল থেকে ফের খেলবে এই দু’টি দল। ধোনি ফের চেন্নাইয়ের হয়ে খেলবেন বলে শোনা যাচ্ছে।