রোহিত ‘ক্যাপ্টেন কুল’! রিতিকাকে তোপ ধোনির ভক্তদের
Web Desk, ABP Ananda | 08 Apr 2018 08:02 PM (IST)
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
নয়াদিল্লি: ইনস্টাগ্রামে স্বামী রোহিত শর্মার একটি ছবি পোস্ট করে মহেন্দ্র সিংহ ধোনির ভক্তদের রোষের মুখে রিতিকা সাজদে। ওই ছবিতে দেখা যাচ্ছে, একটি পত্রিকার প্রচ্ছদে রোহিত। তার উপর লেখা, ‘ক্যাপ্টেন কুল’। এতেই ক্ষুব্ধ ধোনির ভক্তরা। তাঁরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন। গতকাল এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ধোনির চেন্নাই সুপার কিংস ও রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স। টান টান উত্তেজনার ম্যাচে মুম্বইকে এক উইকেটে হারিয়ে দিয়েছে চেন্নাই। নির্বাসন কাটিয়ে আইপিএল-এ ফিরেই শুরুটা দুর্দান্ত করেছে ধোনির দল। ফলে তাঁর ভক্তরা উত্তেজিত। ধোনিই ক্রিকেটমহলে ‘ক্যাপ্টেন কুল’ হিসেবে পরিচিত। এই তকমা অন্য কাউকে দেওয়া হোক, এটা মানতে নারাজ ধোনির ভক্তরা। সেই কারণেই তাঁরা ক্ষুব্ধ।