মেলবোর্ন: মেলবোর্নে পাকিস্তান-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টে নজর কেড়ে নিলেন মহেন্দ্র সিংহ ধোনির এক ভক্ত। ভারতের একদিনের ও টি-২০ দলের অধিনায়কের নাম ও ৭ নম্বর লেখা পাকিস্তানের জার্সি পরে গ্যালারিতে হাজির ছিলেন ওই ক্রিকেটপ্রেমী। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।


কয়েকদিন আগেই শাহিদ আফ্রিদির জার্সি পরার অপরাধে অসমে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তানে আবার বিরাট কোহলির এক ভক্ত গ্রেফতার হয়েছিলেন। দু দেশের কূটনৈতিক সম্পর্ক এই মুহূর্তে একেবারেই ভাল জায়গায় নেই। তা সত্ত্বেও ধোনির এই পাকিস্তানি ভক্ত যে ছবি তুলে ধরলেন, দু দেশের মানুষই তার প্রশংসা করছেন।