মুম্বই: এই মুহূর্তে টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যস্ত। ক্রিকেটারদের সঙ্গে গিয়েছেন তাঁদের স্ত্রী, সন্তানরা। সেখানেই নিজের দুই ছেলের সঙ্গে ছবি পোস্ট করলেন মহেন্দ্র সিংহ ধোনির স্ত্রী সাক্ষী ধোনি।

না, সাক্ষীর নিজের কোনও ছেলে নেই, তাঁর পুঁচকে একটা মেয়ে রয়েছে। এরা হল শিখর ধবন ও ওয়েস্ট ইন্ডিয়ার ক্রিকেটার ডয়েন ব্র্যাভোর ছেলে। দুজনকে নিয়ে সাক্ষী ছবি তুলেছেন, সঙ্গে ক্যাপশন, মাই টু বয়েজ।



দ্বিতীয় ওয়ান ডের পর বিরাট কোহলি সহ ভারতীয় টিমের কয়েকজন ডয়েন ব্র্যাভোর বাড়ি নৈশভোজে যান। শিখর ধবন সেখানে তাঁদের একটি ছবি পোস্ট করেন টুইটারে।



গতকাল ধোনিও ঘুরে আসেন ব্র্যাভোর বাড়ি থেকে। ২০১৪-র অক্টোবরে দেশের হয়ে শেষ খেলেছেন ব্র্যাভো। ইনস্টাগ্রামে তিনি ধোনি ও তাঁর মেয়ের সঙ্গে নিজের ও মায়ের একটি ছবি আপলোড করেছেন। তাতে ধোনিকে তিনি বর্ণনা করেছেন অন্য মায়ের গর্ভে জন্মানো নিজের ভাই বলে।