মুম্বই: অস্ট্রেলিয়া থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছেন। মুম্বইয়ে অজিঙ্ক রাহানের জন্য অপেক্ষা করেছিল জমকালো অভ্যর্থনা। যার মধ্যে অন্যতম, বিশালাকার একটি কেক। আরও তাৎপর্যপূর্ণ হচ্ছে, কেকের ওপর সাজানো একটি পুতুল ক্যাঙারু। পায়ে প্যাড, বুকের ওপর ঠেস দিয়ে রাখা ব্যাট। হাতে ধরা ভারতের তেরঙা। তবে সেই কেক কাটতে রাজি হলেন না রাহানে!

কেন?

কারণ, ক্যাঙারু অস্ট্রেলিয়ার জাতীয় পশু। এবং অস্ট্রেলীয় ক্রিকেট দলের প্রতীক। সে দেশের মুদ্রাতেও ক্যাঙারুর ছবি রয়েছে। অস্ট্রেলিয়ার অন্যতম প্রতীক হল এই বিপন্ন জন্তু। রাহানের নেতৃত্বে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে ২-১ দুরমুশ করেছে ভারত। মুম্বইয়ে সেই সাফল্যের উৎসবে তাই পরিকল্পনা করা হয়েছিল, কেকে ক্যাঙারুর ওপর দিয়ে ছুরি চালাবেন রাহানে। তাঁর অধিনায়কত্বেই টিম পেইনদের হারানো সম্ভব হয়েছে বলে। কিন্তু রাহানে খেলোয়াড়সুলভ মনোভাব থেকে সরেননি। তাঁর মনে হয়েছে, ভারত সিরিজ জিতেছে বটে। তবে সেই লড়াই মাঠেই সীমাবদ্ধ থাকা উচিত। কেকের ক্যাঙারু কাটা মানে রাহানের কাছে অস্ট্রেলিয়ার অবমাননা করা। যা করা থেকে নিজেকে বিরত রাখেন মুম্বইয়ের তারকা। প্রতিপক্ষকে সম্মান জানাতে এই সেই কেক কাটেননি রাহানে।

রাহানের এই মনোভাব সর্বস্তরে প্রবল প্রশংসিত হয়েছে। সকলের মন জিতে নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় রাহানের কেক কাটা থেকে নিজেকে বিরত রাখার ভিডিও ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা বলাবলি করতে থাকেন যে, রাহানের এই আচরণ দৃষ্টান্ত হওয়া উচিত সকলের কাছে।

হোম শেফ বেকারির মালিক অদিতি লিমায়ে-কামাত এই কেকটি বানিয়েছিলেন। তিনি জানিয়েছেন, তাঁর পার্টনার এবং প্রাক্তন রনজি ক্রিকেটার জিতেন্দ্র ঠাকরেই এমন কেক বানানোর পরামর্শ দেন। যাতে কিছু নতুনত্ব থাকে। রাহানের বন্ধু হিমাংশু পাতিলও এমনই কিছু বিশেষ কেক চাইছিলেন তাঁর কাছে। অস্ট্রেলিয়ার মাটিতে মহাশক্তিধর ক্যাঙ্গারুদের বধ করে এসেছে টিম ইন্ডিয়া। কিন্তু ব্রিসবেনের মাঠে রেকর্ড সৃষ্টিকারী দলের অধিনায়ক নিজের দেশে এসে ক্যাঙ্গারু বধ করতে নারাজ।