কলকাতা: এই শহর বরাবর তাঁর বাবার জন্য গলা ফাটিয়েছে। অবসরের আগে শেষ টেস্ট সিরিজে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) যখন ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কেরিয়ারের ১৯৯তম ম্যাচ খেলেছিলেন, মাস্টার ব্লাস্টারকে নিয়ে উন্মাদনার যেরকম বিস্ফোরণ ঘটেছিল, তা রীতিমতো ক্রিকেটের রূপকথায় জায়গা করে নিয়েছে।
সেই ইডেনে রঞ্জি ট্রফিতে অভিষেকের স্বপ্ন নিয়ে কলকাতায় এসেছিলেন সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। সাফল্যের জন্য তিনি এতটাই মরিয়া ছিলেন যে, সোমবার রাতে শহরে পৌঁছে ,মঙ্গলবারই প্রস্তুতিতে নেমে পড়েছিলেন। কিন্তু হতাশ হয়েই ফিরতে হচ্ছে অর্জুনকে। করোনার ধাক্কায় রঞ্জি ট্রফি স্থগিত করার কথা ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। আপাতত তাই বাড়ি ফেরার অপেক্ষায় অর্জুন, পৃথ্বী শ, যশস্বী জয়সবালরা।
যদিও বাড়ি ফেরার পথে কাঁটাও রয়েছে। কারণ, বুধবার সকালে মুম্বইয়ের ক্রিকেটারদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে। সেই পরীক্ষার ফল নেগেটিভ এলে তবেই মুম্বইয়ের বিমানে ফেরার ছাড়পত্র পাবেন অর্জুন-পৃথ্বীরা। আপাতত তাই মুম্বই শিবিরে প্রার্থনা চলছে, যাতে সকলেই কোভিড পরীক্ষায় উতরে যান।
১৩ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল রঞ্জি ট্রফি। মুম্বইয়ের প্রথম ম্যাচ ছিল ইডেন গার্ডেন্সে। সেই ম্যাচে মুম্বইয়ের হয়ে রঞ্জি অভিষেক হওয়ার সম্ভাবনা ছিল কিংবদন্তি-পুত্র অর্জুনের। আগাম প্রস্তুতি সারতে পৃথ্বী শয়ের নেতৃত্বাধীন দল সোমবার রাতে পৌঁছে গিয়েছিল কলকাতায়। প্রথমে ঠিক ছিল মঙ্গলবার থেকে সিসিএফসি মাঠে বাংলার বিরুদ্ধে একটি দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে মুম্বই। বৃহস্পতিবার থেকে আর একটি দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল মুম্বইয়ের। কিন্তু বাংলা শিবিরে করোনা হানা দেয়। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে মোট সাতজন করোনা আক্রান্ত হয়ে পড়েন। মুম্বই শিবিরেও সংক্রমণ ছড়ায়। মুম্বইয়ে শিবির চলাকালীন আক্রান্ত হন ক্রিকেটার শিবম দুবে ও এক সাপোর্ট স্টাফ। তাঁদের ছাড়াই কলকাতায় এসেছিল মুম্বই।
তবে বাংলা শিবিরেও সংক্রমণ ছড়ানোয় পরিবর্তিত পরিস্থিতিতে শুধু দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল মুম্বইয়ের। তার আগে মঙ্গলবার সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রস্তুতিতে নেমেছিলেন অর্জুন, পৃথ্বী শ-রা। কিন্তু বোর্ড টুর্নামেন্টই স্থগিত করে দেওয়ায় আপাতত ঘরে ফেরার অপেক্ষায় ক্রিকেটারেরা।
আরও পড়ুন: ভরসা রাহানে-পূজারা, রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে জোহানেসবার্গ টেস্ট
মুম্বই দলের সঙ্গে আসা ম্যানেজার বললেন, 'বুধবার সকালে আমাদের সকলের আরটিপিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হবে। সকলের রিপোর্ট নেগেটিভ এলে দেখা হবে কোন বিমানে কীভাবে মুম্বইয়ে ফিরতে পারি। প্রয়োজনে ভাগে ভাগে ফেরা হবে।'
আপাতত সুষ্ঠুভাবে কলকাতা ছাড়ার অপেক্ষা করছেন মুম্বইয়ের ক্রিকেটারেরা।