মুম্বই:  বুধবার গোটা ভারত দেখেছে কীভাবে মাস্টার ব্লাস্টার সচিন তেণ্ডুলকরের রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি। কোহলির কৃতিত্বে গর্বিত গোটা দেশ। প্রত্যেকেই কোহলিকে শুভেচ্ছা জানিয়ে নিজের নিজের প্রতিক্রিয়া দিয়েছেন। তবে মুম্বই পুলিশের শুভেচ্ছা জানানো টুইট-বার্তাটি ভাইরাল হয়ে গিয়েছে। যে দ্রুততার সঙ্গে দশ হাজার রানের গণ্ডি পেরিয়েছেন কোহলি, তাতে মুম্বই পুলিশের প্রতিক্রিয়া , 'এখানে ওভার-স্পিডিংয়ের জন্যে চালান কাটা হবে না, বরং শুভেচ্ছা'। তারপরই ভাইরাল সেই বার্তা। দেখুন ওই টুইটের প্রত্যুত্তরে ভক্তদের পাল্টা প্রতিক্রিয়া