মুম্বইয়ের বিরুদ্ধে এক পয়েন্ট পেল বাংলা
Web Desk, ABP Ananda | 02 Dec 2016 06:12 PM (IST)
নাগপুর: প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসে অধিনায়ক মনোজ তিওয়ারি (১৬৯) ও সুদীপ চট্টোপাধ্যায়ের (১৩০) অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ ড্র করল বাংলা। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে মুম্বই পেল তিন পয়েন্ট। বাংলার ঝুলিতে এল এক পয়েন্ট। এই ম্যাচে প্রথম ইনিংসে মাত্র ৯৯ রানে অলআউট হয়ে যায় বাংলা। শার্দুল ঠাকুর ৩১ রান দিয়ে ৬ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ২২৯ রানে শেষ হয় মুম্বইয়ের প্রথম ইনিংস। অশোক দিন্দা ৫ উইকেট নেন। ১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে সুদীপ ও মনোজের অনবদ্য লড়াইয়ের ফলে ৪৩৭ রান করে বাংলা। ধবল কুলকার্ণি ৫ উইকেট নেন। জয়ের জন্য ৩০৮ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২০৩ রান করে মুম্বই। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন দিন্দা। তিনিই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।