আবু ধাবি: আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই মুখোমুখি হচ্ছে মুম্বই ও চেন্নাই। এই প্রতিযোগিতার ইতিহাসে সফলতম দুই দলের লড়াই বরাবরই আকর্ষণীয়। মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাইয়ের সঙ্গে রোহিত শর্মার মুম্বইয়ের ম্যাচের অতীত রেকর্ড যদি দেখা যায়, তাহলে কিন্তু বেশ খানিকটা এগিয়ে মুম্বই। এখনও পর্যন্ত দু’দল মুখোমুখি হয়েছে ২৮ বার। তার মধ্যে ১৭টি ম্যাচ জিতেছে মুম্বই। অন্যদিকে, ১১টি ম্যাচে জয় পেয়েছেন ধোনিরা। ফাইনালে জয়ের ক্ষেত্রেও এগিয়ে মুম্বই। দু’দল ফাইনালে মুখোমুখি হয়েছে তিনবার। তার মধ্যে দু’টি ম্যাচ জিতেছে মুম্বই। একটি ম্যাচই জিতেছে চেন্নাই। দু’দলের শেষ পাঁচটি সাক্ষাৎকারেই জয় পেয়েছে মুম্বই। ফলে আজ বাড়তি আত্মবিশ্বাস নিয়েই খেলতে নামবেন রোহিতরা। অন্যদিকে, ধোনির দলের সামনে হিসেব বদলে দেওয়ার চ্যালেঞ্জ।

ব্যক্তিগত রেকর্ডের দিকে যদি তাকানো যায়, তাহলে দেখা যাবে, চেন্নাইয়ের বিরুদ্ধে এখনও পর্যন্ত ৬১৪ রান করেছেন রোহিত। এটাই চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বইয়ের কোনও ব্যাটসম্যানের করা সবচেয়ে বেশি রান। অন্যদিকে, চেন্নাইয়ের হয়ে মুম্বইয়ের বিরুদ্ধে ৭০৪ রান করা সুরেশ রায়না এবার খেলছেন না। তিনি দেশে ফিরে এসেছেন। ধোনি এখনও পর্যন্ত মুম্বইয়ের বিরুদ্ধে ৬৬৩ রান করেছেন। ফলে আজ তাঁর দিকেই তাকিয়ে দল।

দু’দলের লড়াইয়ের ইতিহাসে কোনও একটি ম্যাচে সবচেয়ে বেশি রান শ্রীলঙ্কার প্রাক্তন তারকা সনৎ জয়সূর্যর। ২০০৮ মরসুমে তিনি মুম্বইয়ের হয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে ১১৪ রান করেন। অন্যদিকে, ২০১৩ মরসুমে চেন্নাইয়ের হয়ে মুম্বইয়ের বিরুদ্ধে ৮৬ রানে অপরাজিত থাকেন মাইকেল হাসি। ২০১১ মরসুমে চেন্নাইয়ের বিরুদ্ধে একটি ম্যাচে ৮৭ রান করেন রোহিত। অন্যদিকে, গত মরসুমের ফাইনালে চেন্নাইয়ের হয়ে ৮০ রান করেন শেন ওয়াটসন।

এবার তাকানো যাক বোলারদের রেকর্ডের দিকে। মুম্বইয়ের হয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে সর্বোচ্চ ৩১টি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার তারকা পেসার লসিত মালিঙ্গা। অন্যদিকে, চেন্নাইয়ের হয়ে মুম্বইয়ের বিরুদ্ধে ২৫টি উইকেট নিয়েছেন ডোয়েন ব্র্যাভো। ২০১১ মরসুমে মুম্বইয়ের হয়ে খেলার সময় চেন্নাইয়ের বিরুদ্ধে ১৮ রান দিয়ে ৫ উইকেট নেন হরভজন সিংহ। সেটাই এই দুই দলের কোনও একটি সাক্ষাৎকারে সর্বোচ্চ উইকেট। চেন্নাইয়ের হয়ে মুম্বইয়ের বিরুদ্ধে কোনও একটি ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড মোহিত শর্মার। ২০১৪ মরসুমে তিনি ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন।