ভারতের বিরুদ্ধে টেস্টে নেই মুস্তাফিজুর
Web Desk, ABP Ananda | 01 Feb 2017 05:55 PM (IST)
ঢাকা: হায়দরাবাদে ভারতের বিরুদ্ধে একমাত্র টেস্টে বাংলাদেশ দলে নেই তরুণ বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাথায় চোট পাওয়ার পর সুস্থ হয়ে উঠলেও, বেশি ম্যাচ খেলার সুযোগ না পাওয়ায় মুস্তাফিজুরকে টেস্ট দলে রাখা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। গত বছর আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর। তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সেই হায়দরাবাদেই ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। অথচ সেই ম্যাচে থাকছেন না মুস্তাফিজুর। এ মাসের ৯ থেকে ১৩ তারিখ পর্যন্ত হতে চলেছে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ। সেই ম্যাচের জন্য আজ বাংলাদেশের দল ঘোষণা করা হল। গোটা দল- মুশফিকুর রহমান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েশ, শাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, মমিনুল হক, সাব্বির রহমান, লিটন দাস, তাস্কিন আহমেদ, শুভাশিস রায়, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি ও শফিউল ইসলাম।