মুম্বই: পাড়ার কাছে একটি ক্রিকেট ম্যাচ খেলে পুরস্কার হিসাবে পেয়েছিলেন ৫০ টাকা। সেটাই ছিল ক্রিকেট মাঠে তাঁর প্রথম রোজগার। আর সেই টাকা দিয়ে বন্ধুদের সঙ্গে বড়া পাও কিনে খেয়েছিলেন তিনি। ট্যুইটারে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে এরকমই কথা জানালেন রোহিত শর্মা। এক ভক্তের প্রশ্নের উত্তরে রোহিত বলেন, ‘খেলার মাঠে আমার প্রথম রোজগার হিসাবে কোনও চেক পাইনি। পেয়েছিলাম নগদ ৫০ টাকা। সেই টাকা দিয়ে রাস্তার ধারে বন্ধুদের সঙ্গে বড়া পাও খেয়েছিলাম।’
যুজবেন্দ্র চাহালের সঙ্গে রোহিতের সুসম্পর্কের কথা সর্বজনবিদিত। তবে রোহিত জানিয়েছেন, তাঁদের ফোনে কথা প্রায় হয়ই না। ‘কোনও সফরে গেলে আমরা প্রচুর গল্প করি। তবে আমি বাড়িতে থাকলে ও ফোন করে না। একে অপরের সঙ্গে দূরত্বটাও আমরা উপভোগ করি।’
এক ভক্ত তাঁকে প্রশ্ন করেছিলেন, ঘণ্টায় ১৪০ কিলোমিটারেরও বেশি গতিতে ছুটে আসা ডেলিভারি সামলাতে কতটা সমস্যা হয় ব্যাটসম্যানের। রোহিত জানান, টেকনিক নিখুঁত হলেই এই চ্যালেঞ্জ সামলে দেওয়া যায়। অনেকদিন প্র্যাক্টিসের বাইরে। রোহিত জানিয়েছেন, সেই কারণেই আইপিএলের আগে প্রত্যেক দল চাইছে দ্রুত প্রস্তুতি শিবির শুরু করতে।
সম্প্রতি সুরেশ রায়না তাঁর সঙ্গে মহেন্দ্র সিংহ ধোনির তুলনা করে বলেছেন, ধোনির মতোই অধিনায়ক হতে পারেন রোহিত। যদিও সেই তুলনায় সায় নেই রোহিতের। বলেছেন, ‘আমি সুরেশ রায়নার মন্তব্যের কথা শুনেছি। তবে এমএস ধোনি একজনই হয়। ওর মতো কেউ হতে পারবে না। এভাবে তুলনায় আমি বিশ্বাসী নই। কারণ প্রত্যেক ব্যক্তিই স্বতন্ত্র। প্রত্যেকেরই কিছু শক্তি আর দুর্বলতা আছে।’ অতীতের কোন বোলারের বিরুদ্ধে খেলতে চান? রোহিত বলেছেন, 'গ্লেন ম্যাকগ্রা।'