দু লাইনের সিভি পাঠালে আমার নামই যথেষ্ট ছিল, কোচ হওয়ার আবেদন প্রসঙ্গে সহবাগ
Web Desk, ABP Ananda | 17 Jun 2017 08:36 PM (IST)
নয়াদিল্লি: ভারতীয় দলের কোচ হওয়ার জন্য দু লাইনের আবেদনপত্র পাঠানোর খবর অস্বীকার করলেন বীরেন্দ্র সহবাগ। যেভাবে অনায়াসে শোয়েব আখতারদের বল মাঠের বাইরে ফেলে দিতেন সেভাবেই তাঁর জবাব, ‘সংবাদমাধ্যম সূত্রে ওই দু লাইনের সিভি পেলে আমি খুশি হব। যদি আমাকে দু লাইনের সিভি পাঠাতে হত, তাহলে আমার নামই যথেষ্ট ছিল।’ রশিদ লতিফের অপমানজনক মন্তব্য নিয়ে পাল্টা আক্রমণ না করলেও সহবাগ বলেছেন, তিনি আশা করছেন পাকিস্তানকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হবে। সৌরভ গঙ্গোপাধ্যায়কে সেরা অধিনায়ক বলার পাশাপাশি ক্রিকেটার হিসেবে উন্নতির ক্ষেত্রে সচিন তেন্ডুলকরের সাহায্যের কথাও বলেছেন সহবাগ। তিনি বলেছেন, ‘সৌরভ আমার সবচেয়ে প্রিয় অধিনায়ক। ও ধৈর্য্য ধরতে শিখিয়েছিল। অন্যদিকে, সচিন আমাকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করেছে এবং সংস্কার দূর করে দিয়েছে। ওর সঙ্গে খেলা ছিল দেওয়ালের সঙ্গে খেলার মতো। আমি কোনও চাপ ছাড়াই বাউন্ডারি মারতে পারতাম। পাকিস্তানের বিরুদ্ধে বাউন্ডারি মারতে আমার সবচেয়ে ভাল লাগত। বিশেষ করে শোয়েব আখতারের ১৫০ কিমি গতির বলে বাউন্ডারি মারতে ভালবাসতাম।’