গায়ানা: টি-টোয়েন্টি ফর্ম্যাটে (T20 Format) তিনি বিশ্বের ১ নম্বর ব্যাটার। কিন্তু তবুও একের পর এক ম্যাচ ব্যর্থ হতে হচ্ছিল। ওয়ান ডে সিরিজে ভাল খেলতে পারেননি। টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচেও রান পাননি। তৃতীয় ম্যাচে গতকাল ভারতের জন্য ডু অর ডাই ম্যাচ ছিল। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচেই জ্বলে উঠলেন তিনি। ৪৪ বলে ৮৩ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) । আগামী অক্টোবরে দেশের মাটিতে বিশ্বকাপের (ODI World Cup 2023) আসর। ওয়ান ডে দলে কি সুযোগ মিলবে? ভারতীয় দলের ডানহাতি ব্যাটার অবশ্য মেনে নিচ্ছেন যে তাঁর ওয়ান ডে রেকর্ড একদমই ভাল নয়। 


তৃতীয় টি-টোয়েন্টিতে ম্যাচের সেরা হয়েছেন সূর্যকুমার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে তিনি বলেন, ''যদি সত্যি কথা বলতে হয়, তবে আমি নিজেও জানি যে আমার ওয়ান ডে পারফরম্যান্স একদমই ভাল নয়। আমার এটা বলতে কোনও দ্বিধা নেই। আমাকে ওয়ান ডে ফর্ম্যাটে আরও উন্নতি করতে হবে। রোহিত শর্মা, (Rohit Sharma) রাহুল দ্রাবিড় (Rahul Dravid) আমাকে বলেছেন যে এই ফর্ম্যাটে আরও প্রস্তুতির প্রয়োজন রয়েছে আমার।''


বিশ্বকাপে ভারতীয় দলের স্কিম অফ থিঙ্কসে রয়েছে সূর্য। মুম্বই তারকা আরও বলেন, "কোচ অধিনায়কের সঙ্গে আমি কথা বলেছি। তাঁরা চাইছেন শেষ ১০-১৫ ওভার দলের জন্য গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে পারি যাতে। টিম ম্যানেজমেন্ট চাইছে আমি যাতে ৪৫-৫০ বল ক্রিজে থেকে খেলতে পারি। শেষের ১৫-১৮ ওভার পর্যন্ত খেলতে পারলে নিজের মনের মত শট খেলার স্বাধীনতা পাব আমি।''


উল্লেখ্য়, গতকাল ওয়েস্ট ইন্ডিজের ১৬০ রান তাড়া করতে নেমে ব্যাট হাতে ভারতের হয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেন সূর্যকুমার যাদব। গত দুই ম্যাচে তিনি রান পাননি। তাই বিশ্বের এক নম্বর (আইসিসি ব়্যাঙ্কিংয়ের নিরিখে) টি-টোয়েন্টি ব্যাটারের ফর্ম নিয়ে সমর্থকরা খানিকটা চিন্তায় ছিলেন। প্রয়োজনের দিনে অনবদ্য অর্ধশতরান করে সূর্যকুমার নিজের দক্ষতা আবারও প্রমাণ করে দিলেন।


তবে ম্যাচে ভারতের শুরুটা ভাল হয়নি। নাগাড়ে ওপেনিং জুটির ব্যর্থতার পর এই ম্যাচে ঈশান কিষাণের বদলে যশস্বী জয়সওয়ালকে টি-টোয়েন্টি অভিষেকের সুযোগ করে দেওয়া হয়। টেস্ট অভিষেকে তিনি শতরান হাঁকিয়েছিলেন বটে। তবে টি-টোয়েন্টি অভিষেকে ব্যর্থ তিনি। ম্যাচের প্রথম ওভারেই মাত্র এক রানে আউট হন বাঁ-হাতি ওপেনার। ব্যর্থ আরেক ওপেনার শুভমন গিলও। তিনি ১১ বলে মাত্র ছয় রানে সাজঘরে ফেরেন। ৩৪ রানে দুই উইকেট হারিয়ে ফেলে ভারত।


তবে এরপরেই ক্রিজে সূর্যকুমারকে সঙ্গ দিতে নামেন তিলক। এই দুই তারকার ৫০ বলে ৮৭ রানের পার্টনারশিপই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। সূর্যকুমার ১৮৮-র অধিক স্ট্রাইক রেটে ৪৪ বলে ৮৩ রানের একটি ধুঁয়াধার ইনিংস খেলেন। তৃতীয় উইকেটে সূর্যকুমার ও তিলকের এই পার্টনারশিপই ভারতের জয় সুনিশ্চত করে দেয়। সূর্য শতরান হাতছাড়া করলেও, শেষমেশ ২০ রানে অপরাজিত ইনিংসে দলের জয় সুনিশ্চিত করেই মাঠ ছাড়েন অধিনায়ক হার্দিক পাণ্ড্য।