মেলবোর্ন: রূপকথার ফাইনাল প্রত্যক্ষ করতে চলেছে অস্ট্রেলিয়ান ওপেন৷ রজার ফেডেরারের মুখোমুখি রাফায়েল নাদাল৷ ২০১১ সালের পর ফের কোনও গ্র্যান্ড স্লাম ফাইনালে মুখোমুখি সাম্প্রতিক সময়ের সেরা দুই তারকা৷ জমজমাট লড়াই দেখার অপেক্ষায় টেনিসপ্রেমীরা।
আজ সেমিফাইনালের টানটান থ্রিলারে গ্রেগর দিমিত্রভকে হারিয়ে দেন স্প্যানিশ টেনিস আইকন নাদাল। তাঁর পক্ষে ম্যাচের ফল ৬-৩, ৫-৭, ৭-৬, ৬-৭, ৬-৪৷ পাঁচ সেটের রূদ্ধশ্বাস লড়াই৷ ম্যাচের পাল্লা দু’দিকে ঘুরেছে বারবার৷ তবে শেষ হাসি স্প্যানিশ নক্ষত্রেরই৷ রবিবার ফেডেরার-নাদাল ধ্রুপদী ফাইনাল৷
২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ফেডেরারকে হারিয়ে দিয়েছিলেন নাদাল। এবারও জিতলে ওপেন যুগে একমাত্র এবং টেনিসের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে চারটি গ্র্যান্ডস্ল্যামই দু বার করে জয়ের রেকর্ড গড়বেন নাদাল। তবে ফেডেরারও ১৮তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের জন্য তৈরি হচ্ছেন। ফলে ফাইনালে টানটান লড়াই হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ফেডেরারের সামনে নাদাল
Web Desk, ABP Ananda
Updated at:
27 Jan 2017 08:37 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -