ধাক্কা নাইট শিবিরে, আইপিএল থেকে ছিটকে গেলেন অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপের তারকা বোলার কমলেশ নাগারকোটি
নাগারকোটির পরিবর্ত হিসেবে কর্নাটকের ফাস্ট বোলার প্রসিধ কৃষ্ণকে দলে নিয়েছে নাইট রাইডার্স।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ চলাকালে চোট পান স্টার্ক।
আইপিএল শুরুর আগেই জানা যায়, অসি পেসার মিচেল স্টার্ক এবার চোটের জন্য আইপিএলে খেলতে পারবেন না। তাঁকে ৯ কোটির বেশি টাকায় কিনেছিল নাইট রাইডার্স।
নাগারকোটি পায়ের পাতায় চোট পেয়েছিলেন। গতকাল পুরো টুর্নামেন্টেই তাঁকে না পাওয়ার ঘোষণার আগে চোটের প্রতি লক্ষ্য রেখেছিল টিম ম্যানেজমেন্ট।
কিন্তু চোটের কারণে অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপের তারকা বোলার ছিটকে গেলেন এবারের আইপিএল থেকে।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শেষ ওভারে ১৭ রান দিয়ে এমনিতেই দলের সমর্থকদের তোপের মুখে রয়েছেন বিনয় কুমার। তাঁর জায়গায় টিম ম্যানেজমেন্ট প্রথম একাদশে কমলেশ নাগারকোটিকে নিয়ে আসার পরিকল্পনা করছিল।
কলকাতা নাইট রাইডার্স শিবিরে ফের বিপত্তি। আরও একটা ধাক্কা খেল শাহরুখ খানের দল।