অবৈধ বোলিংয়ের জন্য সুনীল নারিনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। গত বছর নভেম্বর মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের তৃতীয় ম্যাচের সময় নারিনের বিরুদ্ধে অবৈধ বোলিংয়ের অভিযোগ ওঠে। এর ফলে, সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপের প্রাথমিক দলে নারিনকে দলে রাখা হলেও, পরে তাঁকে সরিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
এদিন আইসিসি-র তরফে জানানো হয়, নিজের বোলিং অ্যাকশন সংশোধন করে সম্প্রতি পরীক্ষা দিয়েছেন নারিন। সেখানে তাঁর কনুই আইসিসি-র অনুমতিযোগ্য ১৫ ডিগ্রির কম বাঁকছে বলে জানানো হয়েছে। পরীক্ষাটি সম্পন্ন হয় গত ২৮ মার্চ আইসিসি-অনুমোদিত চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে।
আর ঠিক দুদিন পরই শুরু হতে চলেছে আইপিএল-এর নবম সংস্করণ। তার আগে নারিন ছাড়পত্র পাওয়ায় কেকেআর-এর বোলিং শক্তি এক লাফে অনেকটাই বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। কারণ, বিগত কয়েক মরশুম ধরেই কলকাতার দলরে বোলিং বিভাগের অন্যতম ভরসা হলেন এই ক্যারিবিয়ান স্পিনার।
তবে, এর পরও আগামী রবিবার দিল্লির বিরুদ্ধে প্রথম ম্যাচে নারিন খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয় পুরোপুরি কাটেনি। কারণ, বাবার আকষ্মিক প্রয়াণে দেশে ফিরে গিয়েছেন তিনি।