দুবাই: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক। তাও আবার এশিয়া কাপের (Asia Cup 2022) মঞ্চ। প্রতিপক্ষ ভারতের (India) মত শক্তিশালী দেশ। শুরুটা একেবারে স্বপ্নের মতই ছিল ১৯ বছরের নাসিম শাহর (Naseem Shah)। কিন্তু নিজের স্পেলের শেষ ওভার করতে আসার পরই তাল কাটল। আচমকা ক্র্যাম্প আসল। ব্যথার চোটে ঠিক করে হাঁটতেই পারছিলেন না। তবুও নিজের পুরো ওভার পূর্ণ করলেন। কিন্তু পারলেন না দলকে জেতাতে, পারলেন না নায়ক হতে। উল্টে চোখের জল ফেলতে ফেলতে বেরিয়ে গেলেন মাঠ থেকে।
সোশাল মিডিয়ায় ভাইরাল ক্লিপিংস
ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে চোট পাওয়ার পর মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন নাসিম শাহ। চোখে তখন জল। তাঁর দিকে সতীর্থরা বাড়িয়ে দিয়েছিল জলের বোতল। কিন্তু সেই বোতলও নিতে চাননি তরুণ এই ফাস্ট বোলার।
ভারতের ইনিংসের শুরুতে কিন্তু প্রথম ধাক্কাটা দিয়েছিলেন নাসিমই। নিজের টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম ওভারেই তুলে নিয়েছিলেন কে এল রাহুলকে। এরপর সূর্যকুমার যাদবকেও বোল্ড করে দেন। ৪ ওভারের স্পেলে ২৭ রান দিয়ে ২ উইকেট ঝুলিতে। কিন্তু নাসিমের যন্ত্রণাটা হয়ত দেশকে না জেতাতে পারার।
উল্লেখ্য, রবিবার পাকিস্তানের ১৪৭ রান তাড়া করতে নেমে ভারত তখন বেশ চাপে। শেষ তিন ওভারে ৩২ রান বাকি। ক্রিজে রবীন্দ্র জাডেজা ও হার্দিক পাণ্ড্য। হঠাৎ দেখা গেল, বেশ উদ্বিগ্ন মুখে বাউন্ডারি লাইন থেকে একজন ফিল্ডারকে ৩০ গজের বৃত্তে ডেকে নিলেন বাবর। তারপরই যেন বদলে গেল ম্যাচের রং। ১৮ ও ১৯তম ওভারে উঠল ২৫ রান। তার মধ্যে ১৯তম ওভারে ওঠে ১৪ রান। হ্যারিস রউফকে তিনটি বাউন্ডারি মেরে খেলার মোড় ঘুরিয়ে দেন হার্দিক।