কলকাতা: দলীপ ট্রফির (Duleep Trophy) জন্য বড় দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Saurasish Lahiri)। বাংলা সিনিয়র দলের সহকারী কোচ এবার দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের কোচ হলেন।

৮ সেপ্টেম্বর থেকে দলীপ ট্রফি দিয়েই শুরু হচ্ছে এবারের ঘরোয়া ক্রিকেটের মরসুম। পূর্বাঞ্চলের কোচ হওয়ার পর সৌরাশিস বলেছেন, 'দীর্ঘদিন পূর্বাঞ্চলের হয়ে খেলেছি আর তারপর যখন সেই দলকে কোচিং করানোর সুযোগ পেয়েছি, আলাদা অনুভূতি তো হবেই। এরকম স্বীকৃতি পেলে ভাল লাগে, বিশেষ করে আমার সংক্ষিপ্ত কোচিং কেরিয়ারে। আমি সিএবি এবং যাঁরা আমাকে যোগ্য ভেবেছেন সকলকে ধন্যবাদ জানাতে চাই।'



সৌরাশিস যোগ করেছেন, 'আমাদের দলে দারুণ ভারসাম্য। ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই পুরনো ফর্ম্যাটে এবারের দলীপ ট্রফি আয়োজন করছে বলে।' বাংলা থেকে দলে সুযোগ পেয়েছেন সাতজন। অধিনায়ক মনোজ তিওয়ারিও বাংলার। সৌরাশিস বলেছেন, 'বাংলার সকলকেই ভালমতো চিনি। বাকিদেরও প্র্যাক্টিসে দেখে নেব। সব দলই একইরকম পরিস্থিতিতে মাঠে নামবে।'


দলীপ ট্রফির (Duleep Trophy) জন্য পূর্বাঞ্চল দল বেছে নেওয়া হয়েছে বৃহস্পতিবার। দলে রাখা হয়েছে ১৫ ক্রিকেটারকে। যাঁদের মধ্যে সাতজন বাংলার। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে, দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে মনোজ তিওয়ারিকে। যিনি এখন বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী।


সক্রিয় রাজনীতিতে যোগ দিলেও ক্রিকেট ছাড়েননি মনোজ। গত মরসুমে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতেও খেলেন। সেঞ্চুরিও করেন। সীমিত ওভারের ক্রিকেটে না খেললেও তিনি যে প্রথম শ্রেণির ক্রিকেট খেলবেন, জানিয়েছেন মনোজ। তারপরই তাঁকে দলীপ ট্রফির দলেও রাখা হয়েছে।


৮ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হচ্ছে দলীপ ট্রফি। এবার ফের আঞ্চলিক ফর্ম্যাটে করা হচ্ছে এই টুর্নামেন্ট। বৃহস্পতিবার রাঁচিতে পূর্বাঞ্চলের দল নির্বাচন ছিল । বাংলার প্রতিনিধি হিসাবে সেই বৈঠকে ছিলেন শুভময় দাস। দলে সুযোগ পেয়েছেন বাংলার মোট সাত ক্রিকেটার । মনোজ ছাড়া বাকিরা হলেন সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েল, শাহবাজ আমেদ, ঈশান পোড়েল ও আকাশ দীপ । চারজন ক্রিকেটারকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। সেখানেও বাংলার সায়নশেখর মণ্ডলকে রাখা হয়েছে ।


আরও পড়ুন: ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতাচ্ছেন, হার্দিক যেন ধোনির প্রতিচ্ছবি