ব্রিসবেন: পাকিস্তানের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে জাঁকিয়ে বসছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের দুরন্ত ব্যাটিংয়ে ভর করে দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া করেছে ১ উইকেটে ৩১২ রান। ১৫১ রানে অপরাজিত ওয়ার্নার। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন মারনাস লাবুশানে। তিনি করেছেন ৫৫ রান। এদিন পাকিস্তানের সাফল্য বলতে বার্নকে প্যাভিলিয়নে ফেরত পাঠানো। ব্যক্তিগত ৯৭ রানে ইয়াসির শাহর বলে আউট হন তিনি।২২২ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।

সাফল্য না পেলেও ভালো বল করেছেন পাকিস্তানের ১৬ বছরের ফাস্ট বোলার নাসিম শাহ। এটাই তাঁর অভিষেক ম্যাচ। ওয়ার্নার তাঁর বলে পরাস্ত হয়ে আউট হয়েছিলেন। টেস্টে প্রথম উইকেট নেওয়ার আনন্দ উদযাপনের মেয়াদ স্থায়ী হল না নাসিমের। আম্পায়ার তাঁর ওই বল নো ডাকেন।




এদিন এর আগেও নো-বল করেন তিনি। ওয়ার্নার যে বলে ক্যাচ তোলেন সেটিও ছিল নো-বল। ওই সময় ৫৬ রানে ব্যাট করছিলেন ওয়ার্নার। ইনিংসের ২৭ তম ওভারে জীবনদান পাওয়ার পর আর পিছন ফিরে তাকাননি ওয়ার্নার।