করাচি: করোনা বিধি লঙ্ঘন করায় পাকিস্তান সুপার লিগ থেকে বহিষ্কৃত হলেন পাক পেসার নাসিম শাহ। নাসিমকে করোনাবিধি ভাঙার দায়ে সংযুক্ত আরব আমিরশাহি উড়িয়ে নিয়ে যেতে অস্বীকার করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে, লাহৌর এবং করাচি থেকে পিএসএলের জন্য যে সব ক্রিকেটারদের ২৬ মে আবু ধাবি উড়ে যাওয়ার কথা, তাদের প্রত্যেককে বলা হয়েছিল টিম হোটেলে পৌঁছে নেগেটিভ আরটিপিসিআর টেস্টের রিপোর্ট জমা দিতে। নির্দেশ ছিল, এই রিপোর্ট কোনওভাবেই যেন ৪৮ ঘণ্টার বেশি সময় আগের না হয়। তবে নাসিম টিম হোটেলে পৌঁছে যে রিপোর্ট জমা দিয়েছিলেন, সেটা ছিল গত ১৮ মে'র। সঙ্গে সঙ্গেই নাসিমকে হোটেলের অন্য ফ্লোরে আইসোলেশনে পাঠায় পিসিবি। পরে মেডিক্যাল টিমের পরামর্শ মতো নাসিমকে টুর্নামেন্ট থেকে বহিষ্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কড়া শাস্তির মুখে পড়ে মানসিকভাবে ভেঙে পড়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ১৮ বছরের পাক পেসার। তারকা পেসার মহম্মদ আমের তাঁর পাশে দাঁড়িয়েছেন।
করোনার ধাক্কায় মাঝপথেই স্থগিত করে দিতে হয়েছিল আইপিএল। অংশগ্রহণকারী আট দলের মধ্যে চারটি দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছিলেন। এবার পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এও করোনার হানা। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে করোনা আক্রান্ত হলেন আনোয়ার আলি। তার আগে তাঁর দলেরই পেসার নাসিম শাহ করোনাবিধি ভঙ্গ করায় টুর্নামেন্ট থেকে বহিষ্কৃত হয়েছেন। সব মিলিয়ে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের দুই পেসার পিএসএল থেকে ছিটকে গেলেন। আর আনোয়ার আলি করাচির টিম হোটেলে পৌঁছনোর পর করোনা পজিটিভ চিহ্নিত হন।
পিএসএলের বাকি ম্যাচগুলি হওয়ার কথা সংযুক্ত আরব আমিরশাহিতে। ২৬ মে লাহৌর ও করাচি থেকে দু'টি চাটার্ড বিমানে ক্রিকেটারদের আবু ধাবি উড়িয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে পিসিবি-র। আনোয়ার করোনা আক্রান্ত হওয়ায় তাঁর পক্ষে স্থগিত হয়ে যাওয়া পিএসএলের বাকি ম্যাচগুলি খেলা আর সম্ভব হবে না। জানা গিয়েছে, করাচির টিম হোটেলে ঢোকার সময় আনোয়ার আলির করোনা রিপোর্ট নেগেটিভ ছিল। তবে সোমবার হোটেলেই করোনা পরীক্ষা করা হয় তাঁর। মঙ্গলবার যে পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তড়িঘড়ি পাক পেসারকে হোটেলের অন্য তলায় আইসোলেশনে পাঠানো হয়। অন্তত ১০ দিন তাঁকে আইসোলেশনে থাকতে হবে। দু'টি নেগেটিভ টেস্টের পর তাঁকে হোটেল থেকে ছেড়ে দেওয়া হবে বলে খবর।