গল: শেন ওয়ার্নের পর তিনিই কি অস্ট্রেলিয়ার (Australia) সর্বকালের দ্বিতীয় সেরা স্পিনার? সেই আলোচনা আরও উস্কে দিলেন নাথান লায়ন (Nathan Lyon)। শুক্রবার কপিল দেবের (Kapil Dev) রেকর্ড ভেঙে দিলেন লায়ন। টেস্টে ৪৩৬ উইকেট হয়ে গেল অজি স্পিনারের।
গলে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিলেন লায়ন। টেস্টে সর্বকালের সেরা দশ উইকেটশিকারিদের তালিকায় ঢুকে পড়লেন তিনি। যে তালিকায় রয়েছেন মুথাইয়া মুরলীধরন, শেন ওয়ার্ন, অনিল কুম্বলের মতো কিংবদন্তিরা।
টস জিতে গল টেস্টে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। প্রথম দিনই বল হাতে ভেল্কি দেখিয়েছিলেন লায়ন। ৯০ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন। তাঁকে পাল্টা আক্রমণ করার কৌশল নিয়েছিলেন শ্রীলঙ্কার ব্যাটাররা। কিন্তু সেই কৌশল ব্যুমেরাং হয়ে দাঁড়ায়।
দ্বিতীয় ইনিংসে আরও বড় লজ্জার মুখোমুখি হয় শ্রীলঙ্কা। ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২২.৫ ওভারে। যা শ্রীলঙ্কার টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত ইনিংস। সেই ইনিংসেও চারটি উইকেট পেয়েছেন লায়ন। এই টেস্টেই রঙ্গনা হেরাথ, স্যার রিচার্ড হ্যাডলি ও কপিল দেবের রেকর্ড ভেঙে দেন লায়ন। আপাতত ৪৩৬ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। আর তিন উইকেট নিলেই তিনি ছুঁয়ে ফেলবেন ডেল স্টেনের রেকর্ড (৪৩৯ উইকেট)।
আরও পড়ুন: কোহলিরা যে মাঠে টেস্ট খেলছেন, সেটাই হতে চলেছে ক্রুণালের ঘরের মাঠ, কীভাবে ?