ভোপাল: ফের প্রাণঘাতী সেলফি! ভোপালে সাই ক্যাম্পাসের কাছে সেলফি তুলতে গিয়ে পুকুরে পড়ে গিয়ে মৃত্যু হল জাতীয় স্তরের অ্যাথলিট পূজা কুমারীর। পূজা উত্তরাখণ্ডের বাসিন্দা। গতকাল বিকেলে সাই ক্যাম্পাসের সামনে একটি পুকুরের কাছে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে সেলফি তুলছিলেন পূজা। তখনই পা ফস্কে গর্তে পড়ে গিয়ে মৃত্যু হয় জাতীয় স্তরের এই অ্যাথলিটের।
সাই-এর এক আধিকারিক বলেছেন, পূজা সাঁতার জানতেন না। তিনি পুকুরে পড়ে যাওয়ার পর সাহায্যের জন্য বন্ধুদের ডাকছিলেন। কিন্তু সেখানে অন্য যে দুজন অ্যাথলিট ছিলেন, তাঁরাও সাঁতার জানতেন না। তাঁরা হস্টেলে গিয়ে অন্যদের ডেকে নিয়ে আসেন। কিন্তু পূজাকে বাঁচানো সম্ভব হয়নি।
স্থানীয় থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সুনীল দুবে বলেছেন, যে পুকুরের ধারে দাঁড়িয়ে পূজা ও তাঁর দুই বন্ধু সেলফি তুলছিলেন, সেই পুকুরের পাড় অত্যন্ত খাড়া। জলে পড়ে গেলে উপরে উঠে আসা খুব কঠিন। সেই কারণেই পূজাকে জল থেকে তুলতে দেরি হয়ে যায়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
সেলফি তুলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু অ্যাথলিটের
Web Desk, ABP Ananda
Updated at:
31 Jul 2016 09:22 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -