সিডনি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামলেই যেন সেরাটা বেরিয়ে আসত ভিভিএস লক্ষ্মণের। ইডেনে তাঁর মহানাটকীয় ২৮১ রানের ইনিংস তো ক্রিকেটের সর্বকালীন রূপকথায় জায়গা করে নিয়েছে। সেই ভিভিএস লক্ষ্মণ জায়গা পেলেন না শেন ওয়ার্নের বেছে নেওয়া ভারতীয় একাদশে।


করোনার ত্রাসে গোটা বিশ্বই কার্যত অবরুদ্ধ। প্রভাব পড়েছে ক্রীড়াদুনিয়াতেও। সমস্ত খেলাধুলোই আপাতত বন্ধ। প্রাক্তন ও বর্তমান তারকারা স্বেচ্ছায় ঘরবন্দি হয়েই দিন কাটাচ্ছেন। তারই ফাঁকে ওয়ার্ন বেছে নিলেন পছন্দের ভারতীয় একাদশ। তবে তিনি যে সমস্ত ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে খেলেছেন, তাঁদের মধ্যে থেকেই সেরা একাদশ বেছে নিয়েছেন। তাই বিরাট কোহলি বা মহেন্দ্র সিংহ ধোনি নেই এই দলে। ওয়ার্ন নিজেও সেটা জানিয়েছেন। ধোনিই তাঁর দেখা সর্বকালের সেরা উইকেটকিপার-ব্যাটসম্যান বলে জানিয়েছেন ওয়ার্ন। কোহলি সর্বকালের অন্যতম সেরা বলেও জানিয়েছেন।

তাঁর বেছে নেওয়া দলে আছেন মহম্মদ আজহারউদ্দিন। তবে কিংবদন্তি লেগস্পিনার তাঁর পছন্দের ভারতীয় দলের অধিনায়ক করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ ওয়-র সঙ্গে যাঁর দ্বৈরথ ইতিহাসে জায়গা করে নিয়েছে। দলের দুই ওপেনার বীরেন্দ্র সহবাগ ও নভজ্যোৎ সিংহ সিধু। প্রত্যাশামতোই আছেন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে ও হরভজন সিংহ। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবও রয়েছেন ওয়ার্নের দলে।

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ওয়ার্ন বলেছেন, ‘সিধুকে বেছেছি কারণ স্পিনের বিরুদ্ধে আমার দেখা সেরা ব্যাটসম্যান ও। আমার সমসাময়িক স্পিনাররাও আমাকে একই কথা বলেছে।’ ভারতের হয়ে ৫১টি টেস্টে ৩২০২ রান রয়েছে সিধুর। ১৩৬টি ওয়ান ডে-তে করেছেন ৪৪১৩ রান।

ওয়ার্নের দলের উইকেটকিপার নয়ন মোঙ্গিয়া। লক্ষ্মণের বাদ পড়ার প্রসঙ্গে ওয়ার্ন জানিয়েছেন, সৌরভ থাকায় ব্যাটসম্যান হিসাবে আর কাউকে জায়গা দেওয়া সম্ভব হয়নি। বলেছেন, ‘আমি সৌরভকে আমার দলের অধিনায়ক হিসাবে চেয়েছিলাম। সেই কারণেই লক্ষ্মণ বাদ পড়েছে।’

ওয়ার্নের পছন্দের ভারতীয় দল: বীরেন্দ্র সহবাগ, নভজ্যোৎ সিংহ সিধু, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, মহম্মদ আজহারউদ্দিন, সৌরভ গঙ্গোপাধ্যায় (অধিনায়ক), কপিল দেব, নয়ন মোঙ্গিয়া (উইকেটকিপার), হরভজন সিংহ, জাভাগাল শ্রীনাথ ও অনিল কুম্বলে।