হারারে: শুভমন গিলের (Shubman Gill) সেঞ্চুরির পর পাল্টা শতরান করে ভারতের স্নায়ুর চাপ বাড়িয়ে দিয়েছিলেন সিকন্দর রাজা (Sikandar Raza)। একটা সময় তাঁর জন্যই মনে হয়েছিল, ১৬৯/৭ হয়ে যাওয়া জিম্বাবোয়েও ম্যাচ জিততে পারে (Ind vs Zim)। কিন্তু শেষরক্ষা করতে পারলেন না রাজা। ৯৫ বলে ১১৫ রান করে তিনি ফিরতেই শেষ জিম্বাবোয়ের লড়াই। শার্দুল ঠাকুরের বলে রাজার শট বাউন্ডারি লাইনে দুরন্ত ক্ষিপ্রতায় শরীর ছুড়ে তালুবন্দি করলেন শুভমন। ভারতের ২৮৯ রান তাড়া করতে নেমে জিম্বাবোয়ে অল আউট হয়ে গেল ২৭৬ রানে। ১৩ রানে ম্যাচ জিতে ওয়ান ডে সিরিজ ৩-০ করল ভারত। জিম্বাবোয়েকে তাদের ঘরের মাটিতে ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া।
জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম দুই ম্যাচ ভারত জিতে নেওয়ায় সিরিজ এমনিতেই পকেটে। তৃতীয় ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছিল। ভারতীয় শিবির এই ম্যাচে প্রথম একাদশে কোনও পরিবর্তন করে কি না, তা নিয়ে সকলেই আগ্রহী ছিলেন। অনেকে দেখতে চেয়েছিলেন, বাংলার শাহবাজ আমেদকে সুযোগ দেওয়া হয় কি না, তা দেখতেও। যদিও শাহবাজকে সুযোগ দেওয়া হয়নি। প্রথম একাদশে দুটি বদল করা হয়। মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণর পরিবর্তে সুযোগ পান দীপক চাহার ও আবেশ খান।
আগের দুই ম্যাচে টস জিতে প্রথম ফিল্ডিং নিয়েছিল ভারত। দুই ম্যাচেই জিম্বাবোয়েকে দ্রুত অল আউট করে রান তাড়া করে সহজেই ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। কিন্তু সোমবার টস জিতে প্রথম ব্যাটিং নেওয়া হয়। উদ্দেশ্য, দলের ব্যাটারদের যতটা সম্ভব বেশিক্ষণ ব্যাটিংয়ের সুযোগ করে দেওয়া।
প্রথমে ব্য়াট করে ভারত করে ২৮৯/৮। সেঞ্চুরি করেন শুভমন গিল। প্রিয় জায়গা ওপেনিং। যদিও অধিনায়ক কে এল রাহুল (KL Rahul) অভিজ্ঞ শিখর ধবনের (Shikhar Dhawan) সঙ্গে ইনিংস ওপেন করায় শুভমন গিলকে (Shubman Gill) নামতে হয়েছিল তিন নম্বরে। তিন নম্বরে নেমেও ফুল ফোটালেন পঞ্জাবের তারকা। শেষ পর্যন্ত মাত্র ৯৭ বলে ১৩০ রান করে আউট হন তিনি। গিলের ঝোড়ো সেঞ্চুরির পরেও অবশ্য ভারত তিনশো পেরতে পারেনি। আটকে যায় ২৮৯/৮ স্কোরে। ম্যাচ জিততে জিম্বাবোয়েকে ২৯০ রান তুলতে হতো (Ind vs Zim)।
জিম্বাবোয়ের দুই ওপেনার শুরুতে ফিরলেও সিল উইলিয়ামস (৪৫ রান) ও রাজা পাল্টা লড়াই শুরু করেন। শেষ পর্যন্ত মাত্র ১৩ রান আগে থেমে যায় তাদের লড়াই। ভারতীয় বোলারদের মধ্যে ৩ উইকেট আবেশ খানের। ২টি করে উইকেট দীপক চাহার, কুলদীপ যাদব ও অক্ষর পটেলের।
আরও পড়ুন: ভেঙেছেন কিংবদন্তির রেকর্ড, তবে সচিনের সঙ্গে শুভমনের তুলনা চান না বাবা