লন্ডন: #৮ উইকেটে ৪২৩ রানে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করল ইংল্যান্ড। ভারতের জয়ের জন্য প্রয়োজন ৪৬৪ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই  পরপর উইকেট হারিয়ে খাদের কিনারায়  ভারত। তিন উইকেট পড়ল ভারতের। দলের ১ রানে জেমস অ্যান্ডারসনের শিকার হন শিখর ধবন। ব্যক্তিগত ১ রানে আউট হন তিনি। এরপর দলের খাতায় আর এক রান যোগ হওয়ার পরই আরও দুটি উইকেট পড়ে। আউট হন চেতেশ্বর পূজারা (০) এবং বিরাট কোহলি (০)। পূজারা আউট হন অ্যান্ডারসনের বলে। আর কোহলিকে আউট করেন স্টুয়ার্ট ব্রড। দিনের শেষে ভারতের রান ৩ উইকেটে ৫৮। ক্রিজে লোকেশ রাহুল (৪৬) ও অজিঙ্কা রাহানে (১০)। জয়ের জন্য এখনও দরকার ৪০৬ রান।


#৩৫৮ রানে পড়ল ছয় উইকেট। জাদেজার বলে আউট বাটলার।

# ৩৫৫ রানে পঞ্চম উইকেটের পতন ইংল্যান্ডের।মহম্মদ সামির বলে ১৮ রান করে আউট বেয়ারস্টো।   ভারতের থেকে ইংল্যান্ড এগিয়ে ৩৯৫ রানে।

#পর পর দুই বলে দুই উইকেট নিলেন ভারতের হয়ে অভিষেক হওয়া হনুমা বিহারীর। ইংল্যান্ডের ইনিংস যখন কুক ও রুটের সেঞ্চুরি ইনিংসের দৌলতে তরতরিয়ে এগিয়ে চলেছে, তখন বল করতে এসে আঘাত হানলেন হনুমা। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৯৫ তম ওভারে হনুমার প্রথম বলেই সুইপ করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ তুলে আউট হলেন জো রুট। তিনি করেন ১২৫ রান। এর পরের বলেই আউট করেন কুককে। ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে উইকেটরক্ষক ঋষভ পন্তের দস্তানায়। কেরিয়ারের শেষ ইনিংসে ১৪৭ রান করেন কুক।  পরপর দুটি বলে দুই শতরানকারী ব্যাটসম্যানকে ফেরালেন হনুমা। ৩২১ রানের মাথায় ইংল্যান্ডের তৃতীয় ও চতুর্থ উইকেটের পতন হয়। ততক্ষণে ইংল্যান্ডের লিড পৌঁছেছে ৩৬১ রানে।

ওভাল টেস্টে বড়রানের লিড নেওয়ার পথে ইংল্যান্ড। গতকালের ২ উইকেটে ১১৪ রান নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করেন ইংল্যান্ডের দুই অপরাজিত ব্যাটসম্যান অ্যালেস্টার কুক (৪৬) এবং অধিনায়ক জো রুট (২৯)। শুরুতেই নিজের কেরিয়ারের শেষ টেস্টের শেষ ইনিংসেও হাফসেঞ্চুরি পূর্ণ করেন কুক। প্রথম ইনিংসে ৭১ রান করেছিলেন তিনি।এটি তাঁর কেরিয়ারের ৪২ তম অর্ধশতক।  কুকের পর রুটও হাফসেঞ্চুরি পূর্ণ করেন।

ইংল্যান্ডের রান ২০০ ছাড়িয়ে যায়।

এরপর কুক জীবনের শেষ টেস্টের শেষ ইনিংসে সেঞ্চুরি করে বিরল কৃতিত্বের অধিকারী হলেন।২০০-র বেশি বল খেলে শতরান পূর্ণ করেন তিনি।

পঞ্চম ব্যাটসম্যান হিসেবে কেরিয়ারের প্রথম ও শেষ টেস্টে সেঞ্চুরির মালিক হলেন তিনি।




ইংল্যান্ডের লিড ২৭০ ছাড়িয়েছে। হাতে রয়েছে এখনও আট উইকেট।